প্রেস রিলিজ

পবিত্র রমজান উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বাণী

০৩ এপ্রিল ২০২২

পবিত্র কোরআন শরিফ আমাদের শিখিয়েছে যে সৃষ্টিকর্তা জাতি ও গোষ্ঠী সৃষ্টি করেছেন যেন আমরাও একে অপরকে জানতে পারি।

পবিত্র রমজান মাস শুরুর প্রাক্কালে আমি বিশে^র লক্ষ লক্ষ মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

এই মাস সহানুভুতি ও অনুকম্পার মাস...গভীর চিন্তা ও শিক্ষা নেওয়ার মাস...একে অপরের কাছে আসার এবং পারস্পরিক সহানুভুতির একটি সুযোগ এই মাস।

শরণার্থী বিষয়ক হাইকমিশনার হিসেবে আমি একটি অনুশীলন শুরু করেছিলাম, যা আমি গর্বের সঙ্গে মহাসচিব হিসেবেও পালন করে যাচ্ছি।

প্রতি রমজানে আমি মুসলিম দেশগুলো সফর করে সম্মানিত বোধ করেছি, সংহতি প্রকাশ করে রোজা রেখেছি এবং সবার সঙ্গে ইফতার করেছি।

কিন্তু দুঃখজনকভাবে কোভিড-১৯ মহামারি এই অনুশীলন অসম্ভব করে তুলেছিল। তবে এ বছর আবার এই অনুশীলন শুরু করতে পারব বলে আমি খুশি।

বিয়োগান্তক ও দুর্বিষহ এই সময়ে আমার চিন্তা ও হৃদয় পড়ে আছে সংঘাত, বাস্তুচ্যূতি ও ভীতির মধ্যে থাকা মানুষগুলোর মাঝে।  

পবিত্র কোরআন শরিফ আমাদের শিখিয়েছে যে সৃষ্টিকর্তা জাতি ও গোষ্ঠী সৃষ্টি করেছেন যেন আমরাও একে অপরকে জানতে পারি।

এই পবিত্র মাসে এবং প্রতিটা দিন, আসুন আমরা সব নারী-পুরুষের নিরাপত্তা, মর্যাদা ও সমৃদ্ধির জন্য হাতে হাত রেখে কাজের মাধ্যমে অনুপ্রেরণা নিই।

আসুন আমরা একে অপরের কাছ থেকে শিখি এবং একসঙ্গে একটি শান্তিপূর্ণ বিশ্ব গঠন করি।

রমজানুল করিম।

এই উদ্যোগে জাতিসংঘের যে সকল সংস্থা যুক্ত

জাতিসংঘ
জাতিসংঘ- বিবরণ

এই উদ্যোগের মাধ্যমে আমরা যে টেকসই লক্ষ্যগুলোকে সমর্থন দিচ্ছি