প্রেস রিলিজ

ইফাদ তার নামের অপব্যবহার এবং প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে সতর্ক করছে

২৮ অক্টোবর ২০২৫

ইফাদ- সংবাদ প্রবন্ধ 

২৩ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) জনগণের কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশ্যে পরিচালিত প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে অবগত এবং উদ্বিগ্ন।

এই ধরনের প্রতারণামূলক পোস্ট বা যোগাযোগ প্রায়শই বৈধ বলে মনে হতে পারে। এতে ইফাদের লোগো ব্যবহার করা হতে পারেকোনো অফিসিয়াল ইমেইল ঠিকানা বা ওয়েবসাইট থেকে প্রেরিত বলে মনে হতে পারেঅথবা এমন ব্যক্তি প্রেরণ করতে পারে যারা নিজেদের ইফাদের প্রতিনিধি বা ইফাদ নাম অন্তর্ভুক্ত কোনো প্রতিষ্ঠানের সদস্য বলে পরিচয় দেয়। এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য হলো ব্যক্তিদের কাছ থেকে অর্থ এবং/অথবা ব্যক্তিগত তথ্য আদায় করা।

ইফাদ কোনো অবস্থাতেই ব্যক্তিগত পর্যায়ে ঋণঅনুদানচাকরিপ্রশিক্ষণদরপত্রে অংশগ্রহণ বা প্রকল্পে সম্পৃক্ততার বিনিময়ে অর্থ বা ব্যক্তিগত তথ্য দাবি করে না। ইফাদের সব অফিসিয়াল যোগাযোগ কেবল @ifad.org দিয়ে শেষ হওয়া ইমেইল ঠিকানা থেকেই প্রেরিত হয়।

ঋণ  অনুদান

ইফাদ কেবলমাত্র সরকারএবং নির্বাচিত বেসরকারি খাত ও কমিউনিটি ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঋণ প্রদান বা আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে। ইফাদ কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ প্রদান করে না। বিস্তারিত জানতে ইফাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

ক্রয় 

যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান ইফাদের ক্রয় কার্যক্রমে অংশ নিতে আগ্রহীতারা ইফাদের ওয়েবসাইটে ভিজিট করে প্রয়োজনীয় তথ্য জানতে পারেন।

ইফাদের সব কর্পোরেট ক্রয় বিজ্ঞপ্তি এবং দরপত্রের সুযোগসমূহ জাতিসংঘের গ্লোবাল মার্কেটপ্লেস (UNGM)-এ প্রকাশিত হয়।

প্রকল্পভিত্তিক ক্রয় কার্যক্রম সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটের মাধ্যমেও পরিচালিত হতে পারেযা প্রতিটি দেশের নির্দিষ্ট ক্রয়নীতি ও বিধিনিষেধ অনুসারে সম্পন্ন হয়।

নিয়োগ

ইফাদ কোনো অবস্থাতেই ইমেইলের মাধ্যমে আবেদনপত্র (কভার লেটারজীবনবৃত্তান্ত বা অন্যান্য তথ্য) গ্রহণ করে না।

ইফাদের সকল চাকরির বিজ্ঞপ্তি শুধুমাত্র ইফাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং লিংকডইন পেজে প্রকাশিত হয়। সব আবেদন অনলাইনে জমা দিতে হয়।

ইফাদ নিয়োগ প্রক্রিয়ার কোনো ধাপেই (যেমন আবেদনসাক্ষাৎকারমিটিংভ্রমণপ্রসেসিংপ্রশিক্ষণ ইত্যাদি) কোনো ফি গ্রহণ করে না এবং কোনো ব্যক্তিগত বা ব্যাংক সংক্রান্ত তথ্য চায় না।

অর্থ পাঠানো বা ব্যক্তিগত তথ্য প্রদান করলে আর্থিক ক্ষতি বা পরিচয় চুরির ঝুঁকি তৈরি হতে পারে।

যদি আপনি কোনো প্রতারণার শিকার হনতবে অবিলম্বে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
ইফাদের সঙ্গে সম্পর্কিত কোনো সন্দেহজনক বা প্রতারণামূলক কর্মকাণ্ড লক্ষ্য করলে বা এমন কোনো বার্তা পেলেউত্তর দেবেন না এবং অবিলম্বে রিপোর্ট করুন।

 

যোগাযোগ করুন:
ইফাদ অফিস অফ অডিট অ্যান্ড ওভারসাইট (AUO) ইনভেস্টিগেশন সেকশন
ফোন: +39 06 5459 2888
ইমেইল: anticorruption@ifad.org

এই উদ্যোগে জাতিসংঘের যে সকল সংস্থা যুক্ত

ইফাদ
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল

এই উদ্যোগের মাধ্যমে আমরা যে টেকসই লক্ষ্যগুলোকে সমর্থন দিচ্ছি