Press Release

বিশ্ব মানবতা দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বাণী - ১৯ আগস্ট ২০২২

19 August 2022

আমরা তাদের কর্মস্পৃহা ও সাহসকে অভিবাদন জানাই এবং এই মহান কাজ করতে গিয়ে নিজের জীবন উৎসর্গকারীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

 

একটা কথা প্রচলিত আছে, ‘একটা শিশুকে বড় করতে পুরো একটা গ্রাম লাগে।’

মানবিক সংকটে থাকা মানুষদের সহায়তার ক্ষেত্রেও পুরো একটা গ্রামের মানুষের জোটবদ্ধ প্রচেষ্টা লাগে।

এই গ্রামের মধ্যে যেমন সেইসব ভূক্তভোগী মানুষ রয়েছে, যারা যেকোনো দুর্যোগে প্রথমেই এগিয়ে আসে, একইভাবে রয়েছে প্রতিবেশীর সহযোগিতায় এগিয়ে আসা প্রতিবেশীও।

এই গ্রামের মধ্যে বিশ্ব সম্প্রদায় রয়েছে, যারা একসঙ্গে পুনরুদ্ধার ও পুনর্গঠনের চেষ্টায় থাকা মানুষদের সহযোগিতা করে।

এবং এর মধ্যে রয়েছে স্বেচ্ছাসেবী ও পেশাদার মানবিক সহায়তা দানকারী হাজারো মানুষ।

যারা স্বাস্থ্যসেবা ও শিক্ষার ব্যবস্থা করছে।

যারা খাদ্য ও পানি সরবরাহ করছে।

যারা আশ্রয় ও সুরক্ষা দিচ্ছে।

যারা সাহায্য করছে এবং আশা দিচ্ছে।

আমাদের বিশ্বটাকে আরও সুন্দর করতে পাদপ্রদীপে না থেকেও এবং সংবাদ শিরোনাম না হয়েও মানবিক সহায়তা কার্যক্রম দিন-রাত ধরে চলছে।

 অবিশ্বাস্য কঠিন পরিস্থিতির বিরুদ্ধে, প্রায়শ নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই মানুষগুলো সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতিতে অন্যের ভোগান্তি কমাতে কাজ করে চলেছে।

আজ সংঘাত, জলবায়ু পরিবর্তন, কোভিড-১৯, দারিদ্র্য, ক্ষুধা এবং অভূতপূর্ব মাত্রায় বাস্তুচ্যূতির কারণে এত বিপুল পরিমাণ মানুষের মানবিক সহায়তার প্রয়োজন, যা আগে কখনো দেখা যায়নি।

আজকের এই বিশ্ব মানবতা দিবসে, আমরা প্রতিটা জায়গায় কর্মরত মানবিক সহায়তা দানকারীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

একটা কথা প্রচলিত আছে, ‘একটা শিশুকে বড় করতে পুরো একটা গ্রাম লাগে।’

মানবিক সংকটে থাকা মানুষদের সহায়তার ক্ষেত্রেও পুরো একটা গ্রামের মানুষের জোটবদ্ধ প্রচেষ্টা লাগে।

এই গ্রামের মধ্যে যেমন সেইসব ভূক্তভোগী মানুষ রয়েছে, যারা যেকোনো দুর্যোগে প্রথমেই এগিয়ে আসে, একইভাবে রয়েছে প্রতিবেশীর সহযোগিতায় এগিয়ে আসা প্রতিবেশীও।

এই গ্রামের মধ্যে বিশ্ব সম্প্রদায় রয়েছে, যারা একসঙ্গে পুনরুদ্ধার ও পুনর্গঠনের চেষ্টায় থাকা মানুষদের সহযোগিতা করে।

এবং এর মধ্যে রয়েছে স্বেচ্ছাসেবী ও পেশাদার মানবিক সহায়তা দানকারী হাজারো মানুষ।

যারা স্বাস্থ্যসেবা ও শিক্ষার ব্যবস্থা করছে।

যারা খাদ্য ও পানি সরবরাহ করছে।

যারা আশ্রয় ও সুরক্ষা দিচ্ছে।

যারা সাহায্য করছে এবং আশা দিচ্ছে।

আমাদের বিশ্বটাকে আরও সুন্দর করতে পাদপ্রদীপে না থেকেও এবং সংবাদ শিরোনাম না হয়েও মানবিক সহায়তা কার্যক্রম দিন-রাত ধরে চলছে।

 অবিশ্বাস্য কঠিন পরিস্থিতির বিরুদ্ধে, প্রায়শ নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই মানুষগুলো সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতিতে অন্যের ভোগান্তি কমাতে কাজ করে চলেছে।

আজ সংঘাত, জলবায়ু পরিবর্তন, কোভিড-১৯, দারিদ্র্য, ক্ষুধা এবং অভূতপূর্ব মাত্রায় বাস্তুচ্যূতির কারণে এত বিপুল পরিমাণ মানুষের মানবিক সহায়তার প্রয়োজন, যা আগে কখনো দেখা যায়নি।

আজকের এই বিশ্ব মানবতা দিবসে, আমরা প্রতিটা জায়গায় কর্মরত মানবিক সহায়তা দানকারীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

আমরা তাদের কর্মস্পৃহা ও সাহসকে অভিবাদন জানাই এবং এই মহান কাজ করতে গিয়ে নিজের জীবন উৎসর্গকারীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

তারাই মানবতার সেরা নিদর্শনের প্রতিনিধিত্ব করছেন।

তারাই মানবতার সেরা নিদর্শনের প্রতিনিধিত্ব করছেন।

 

UN entities involved in this initiative

জাতিসংঘ
জাতিসংঘ- বিবরণ

Goals we are supporting through this initiative