আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বাণী - ৯ আগস্ট ২০২২
09 August 2022
_________________________________________________________
সমতা আর টেকসই ভবিষ্যৎ- যেখানে কেউই পেছনে পড়ে থাকবে না- এমন ভবিষ্যৎ গঠনে আমাদের অবশ্যই আদিবাসী নারীদের কণ্ঠস্বরকে জোরালো করতে হবে।
এবারের আন্তর্জাতিক আদিবাসী দিবসে আমরা আদিবাসী জনগোষ্ঠীর জ্ঞান সংরক্ষণ ও তা পরবর্তী প্রজন্মে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আদিবাসী নারীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করছি।
আদিবাসী নারীরা ঐতিহ্যবাহী খাদ্য ব্যবস্থা ও চিকিৎসা জ্ঞানের ধারক।
তারা আদিবাসী ভাষা ও সংস্কৃতির ধারক ও বাহক।
তারা পরিবেশ ও আদিবাসী জনগোষ্ঠীর মানবাধিকারের রক্ষক।
সমতা আর টেকসই ভবিষ্যৎ- যেখানে কেউই পেছনে পড়ে থাকবে না- এমন ভবিষ্যৎ গঠনে আমাদের অবশ্যই আদিবাসী নারীদের কণ্ঠস্বরকে জোরালো করতে হবে।
আদিবাসী জনগোষ্ঠীর জ্ঞান আমাদের অনেক সমস্যার সমাধান দিতে পারে।
আদিবাসী জনগোষ্ঠী কীভাবে তাদের চিরহরিৎ বন ও এসব বনের সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণ করছে, তা আমি আমার সাম্প্রতিক সুরিনাম সফরে প্রত্যক্ষভাবে জেনেছি।
এই আন্তর্জাতিক দিবসে, আমি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আদিবাসী জনগোষ্ঠীর অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণা বাস্তবায়ন এবং সবার মঙ্গলের জন্য আদিবাসী জনগোষ্ঠীর জ্ঞানের প্রচার ও প্রসার ঘটানোর আহ্বান জানাচ্ছি।