Press Release

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বাণী

15 September 2022

গণতন্ত্র, উন্নয়ন আর মানবাধিকার যে পরস্পর নির্ভরশীল এবং একে অপরকে শক্তিশালী করে, তা পুনঃনিশ্চিত করার এখনই সময়

আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের ১৫তম বার্ষিকী।

এ সত্ত্বেও বিশ্বে গণতন্ত্রের পশ্চাদপসরণ ঘটছে।

নাগরিক মত প্রকাশের সুযোগ সংকুচিত হচ্ছে।

অবিশ্বাস আর গুজব বাড়ছে।

এবং মেরুকরণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করছে।

সতর্ক হওয়ার এখনই সময়।

গণতন্ত্র, উন্নয়ন আর মানবাধিকার যে পরস্পর নির্ভরশীল এবং একে অপরকে শক্তিশালী করে, তা পুনঃনিশ্চিত করার এখনই সময়।

গণতন্ত্রের মূলমন্ত্র সমতা, অন্তর্ভূক্তি এবং সংহতির পক্ষে একতাবদ্ধ হয়ে দাঁড়ানোর এখনই সময়।

এবং যারা আইনের শাসন নিশ্চিত করতে ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পূর্ণ অংশগ্রহণের পক্ষে লড়ে যাচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর এখনই সময়।

এ বছর, আমরা গণতান্ত্রিক সমাজের মূল স্তম্ভ- মুক্ত, স্বাধীন ও বহুত্ববাদী গণমাধ্যমের ওপর আলোকপাত করছি।

দিনে দিনে সাংবাদিকের, বিশেষত নারী সাংবাদিকের মুখ বন্ধ করতে মৌখিকভাবে আক্রমণ থেকে শুরু করে নজরদারি ও আইনিভাবে হয়রানির চেষ্টা আরও বেশি বাড়ছে।

সংবাদকর্মীরা নিয়ন্ত্রণ, আটক, শারীরিক নির্যাতন, এমনকি হত্যার শিকার হচ্ছেন, প্রায়শ যার সাজা হয় না।

এমন অন্ধকার পথ অনিবার্যভাবে অস্থিতিশীলতা, অন্যায় এবং আরও খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যায়।

অবাধ, মুক্ত গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকতে পারে না। মত প্রকাশের স্বাধীনতা না থাকলে কোনো প্রকার স্বাধীনতাই থাকে না।

আসুন আমরা এই গণতন্ত্র দিবসে এবং প্রতিটা দিনেই, সব জায়গায় স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় একতাবদ্ধ হই।

ধন্যবাদ।

 

UN entities involved in this initiative

জাতিসংঘ
জাতিসংঘ- বিবরণ

Goals we are supporting through this initiative