Press Release

মানবাধিকার দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এর বিবৃতি

08 December 2022

সর্বজনীন মূল্যবোধের গভীরে প্রোথিত আছে আমাদের মিলিত মানবতা।

ঢাকা, ৭ ডিসেম্বর ২০২২ - ১০ ডিসেম্বর, আমরা আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করি। এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে জাতি, বর্ণ, লিঙ্গ, ধর্ম, রাজনৈতিক বা অন্যান্য দৃষ্টিভঙ্গি নির্বিশেষে সকলকে অবিচ্ছেদ্য অধিকার দিয়ে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়েছিল। 

এই বছর আমরা কোভিড ১৯ মহামারী, ধ্বংসাত্মক ইউক্রেন যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তনজনিত সঙ্কটের পরিণতি দেখেছি যা সারা বিশ্বের ঝুঁকিপূর্ণ মানুষকে তাঁদের মৌলিক পরিষেবা প্রাপ্তির ও শান্তিতে বসবাসের অধিকারকে অসমভাবে বাধাগ্রস্ত করেছে।

"সকল মানুষ স্বাধীনভাবে সমান মর্যাদা ও অধিকার নিয়ে জন্মগ্রহণ করে”- এই ঘোষণার কথা স্মরণে রেখে, সকল বাংলাদেশীর সাথে একাত্মতা প্রকাশ করে,  জাতিসংঘ চিন্তা ও বিবেক, মর্যাদা,  সাম্য ও স্বাধীনতার মৌল মূল্যবোধকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।

বাংলাদেশ যেহেতু আগামী বছর তার জাতীয় নির্বাচনের কাছাকাছি আসছে, আমরা বাংলাদেশকে জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে উল্লিখিত, অন্যান্যদের মধ্যে, মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিচ্ছি। জাতিসংঘে প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষায় আমরা বাংলাদেশের প্রতি পূর্ণ সহযোগিতা পুনর্ব্যক্ত করছি।

সর্বজনীন মূল্যবোধের গভীরে প্রোথিত আছে আমাদের মিলিত মানবতা। একজন ব্যক্তির অধিকারের প্রতি হুমকি তাই সমগ্র সমাজের জন্য হুমকি। মিলিত ভাবে আমাদের সকলের কী আছে এবং কী আমাদেরকে একসাথে যূথবদ্ধ রাখে তা প্রতিফলিত করার একটি সুযোগ হলো মানবাধিকার দিবস উদযাপন।

UN entities involved in this initiative

আরসিও
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর অফিস

Goals we are supporting through this initiative