জাতিসংঘ বাংলাদেশ -এর সংস্থা/অফিসসমূহ

এফএও
খাদ্য ও কৃষি সংস্থা জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা ক্ষুধা দূরীকরণে আন্তর্জাতিক উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছে। এর লক্ষ্য হলো সবার জন্য খাদ্য নিরাপত্তা এবং সক্রিয় ও সুস্থ জীবনযাপনে পর্যাপ্ত মানসম্মত খাবারপ্রাপ্তি নিশ্চিত করা।
ইফাদ
ইফাদ ৪০ বছর ধরে গ্রামীণ জনগণের জন্য বিনিয়োগ করে আসছে, দারিদ্র্য হ্রাস, খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, পুষ্টির উন্নতি এবং অভিঘাত সহনশীলতা বাড়াতে তাদের ক্ষমতায়ন করছে।
আইএলও
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) সামাজিক ন্যায়বিচার ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ও শ্রম অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে। এই সংস্থার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য সর্বজনীন ও দীর্ঘমেয়াদি শান্তির জন্য সামাজিক ন্যায়বিচার, যা অর্জনে সংস্থাটি কাজ করে চলেছে।
আইওএম
আইওএম ১৯৫১সালে প্রতিষ্ঠিত হয়েছিল, অভিবাসী ক্ষেত্রে, নেতৃস্থানীয় আন্তঃসরকারি সংস্থা হিসাবে। এটি সঠিক অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করতে সরকারি, আন্তঃসরকারি এবং বেসরকারি অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে।
আইওএম
আইওএম ১৯৫১সালে প্রতিষ্ঠিত হয়েছিল, অভিবাসী ক্ষেত্রে, নেতৃস্থানীয় আন্তঃসরকারি সংস্থা হিসাবে। এটি সঠিক অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করতে সরকারি, আন্তঃসরকারি এবং বেসরকারি অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে।
ইউএন উইমেন
ইউএন উইমেন লিঙ্গসমতা নিশ্চিত ও নারীর ক্ষমতায়নে নিবেদিত। বিশ্বজুড়ে নারী ও মেয়েশিশুর প্রয়োজনীয়তা নিশ্চিতে অগ্রগতি জোরদারে ইউএন উইমেন প্রতিষ্ঠিত হয়েছে।
ইউএন উইমেন
ইউএন উইমেন লিঙ্গসমতা নিশ্চিত ও নারীর ক্ষমতায়নে নিবেদিত। বিশ্বজুড়ে নারী ও মেয়েশিশুর প্রয়োজনীয়তা নিশ্চিতে অগ্রগতি জোরদারে ইউএন উইমেন প্রতিষ্ঠিত হয়েছে।
ইউএনএইডস
এইচআইভি/এইডস মোকাবিলায় জাতিসংঘের যৌথ কর্মসূচি ইউএনএইডস। এটি একটি অভিনব অংশীদারীত্ব, যা বিশ্বজুড়ে এইচআইভি প্রতিরোধ, চিকিৎসা, সেবা ও সহায়তা নিশ্চিতে নেতৃত্ব ও বিশ্বকে অনুপ্রাণিত করে আসছে।
ইউএনএইডস
এইচআইভি/এইডস মোকাবিলায় জাতিসংঘের যৌথ কর্মসূচি ইউএনএইডস। এটি একটি অভিনব অংশীদারীত্ব, যা বিশ্বজুড়ে এইচআইভি প্রতিরোধ, চিকিৎসা, সেবা ও সহায়তা নিশ্চিতে নেতৃত্ব ও বিশ্বকে অনুপ্রাণিত করে আসছে।
ইউএনসিডিএফ
ইউএন ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড (ইউএনসিডিএফ) বিশ্বের ৪৭টি স্বল্পোন্নত দেশে (এলডিসি) দরিদ্রদের জন্য সরকারি-বেসরকারি অর্থায়নে কাজ করছে।
ইউএনডিপি
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি এই গ্রহকে রক্ষায় কাজ করছে। এই সংস্থা দেশগুলোকে দৃঢ় নীতি, দক্ষতা, অংশীদারীত্ব ও প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সহযোগিতা করে, যাতে তারা তাদের অগ্রগতিকে টেকসই করতে পারে।
ইউনেস্কো
ইউনেসকোর লক্ষ্য হলো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, যোগাযোগ ও তথ্যের মাধ্যমে শান্তিপ্রতিষ্ঠা, দারিদ্র্য দূরীকরণ, টেকসই উন্নয়ন ও আন্তঃসাংস্কৃতিক আলোচনায় ভূমিকা রাখা।
ইউনেস্কো
ইউনেসকোর লক্ষ্য হলো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, যোগাযোগ ও তথ্যের মাধ্যমে শান্তিপ্রতিষ্ঠা, দারিদ্র্য দূরীকরণ, টেকসই উন্নয়ন ও আন্তঃসাংস্কৃতিক আলোচনায় ভূমিকা রাখা।
ইউএনএফপিএ
ইউএনএফপিএ হলো জাতিসংঘের জনসংখ্যা ও প্রজনন স্বাস্থ্য সংস্থা। এর লক্ষ্য হলো এমন বিশ্ব গড়ে তোলা, যেখানে সব জায়গায় গর্ভধারণ হবে কাঙ্ক্ষিত, প্রসব হবে নিরাপদ এবং প্রতিটা শিশু ও তরুণের সম্ভাবনা হবে পরিপূর্ণ।
ইউএনএইচসিআর
জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর একটি বৈশ্বিক সংস্থা, যা জীবন বাঁচাতে, অধিকার রক্ষায় এবং শরণার্থী, জোরপূর্বক বাস্তুচ্যূত জনগোষ্ঠী ও রাষ্ট্রহীন মানুষদের জন্য সুন্দর ভবিষ্যৎ গঠনে সচেষ্ট।
ইউনিসেফ
ইউনিডো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা দারিদ্র্য দূরীকরণ, অন্তর্ভূক্তিমূলক বিশ্বায়ন ও পরিবেশগত স্থায়িত্ব অর্জনে শিল্পোন্নয়নকে উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে।
ইউনিডো
ইউনিডো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা দারিদ্র্য দূরীকরণ, অন্তর্ভূক্তিমূলক বিশ্বায়ন ও পরিবেশগত স্থায়িত্ব অর্জনে শিল্পোন্নয়নকে উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে।
ইউএনওপিএস
ইউএনওপিএস এর লক্ষ্য হলো মানুষের উন্নত জীবন গঠনে এবং দেশগুলোকে শান্তি ও টেকসই উন্নয়ন অর্জনে সহযোগিতা করা।
ডব্লিউএফপি
জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছে। এই সংস্হা বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা সংস্থা। খাদ্যের মাধ্যমে এই সংস্থা জীবন বাঁচায় এবং সংঘাত, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবকবলিত জনগোষ্ঠীর জন্য শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জনের পথ তৈরি করে।
ডব্লিউএইচও
এটি জনস্বাস্থ্যে বৈশ্বিক উদ্যোগের নেতৃত্ব দানকারী সংস্থা, যা জনস্বাস্থ্য জরুরি অবস্থায় বৈশ্বিক সাড়াদানে সমন্বয় করে, সর্বজনীন স্বাস্থ্যসেবার পরিসর বৃদ্ধিতে কারিগরি সহায়তা দেয়, ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে সেবা দেয়, যাতে পৃথিবীর সব জায়গার সব মানুষ যেন সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপনে সমানভাগে সুযোগ পায়।