টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে আমাদের বাংলাদেশ কাজ
বাংলাদেশ এ টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জাতিসংঘ যেভাবে সহযোগিতা করছে
জাতিসংঘ ও বাংলাদেশে এই সংস্থার অংশীদাররা ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে কাজ করে চলেছে। এ লক্ষ্যগুলো বাংলাদেশ ও বিশ্বজুড়ে অনুভূত হওয়া উন্নয়নের বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে। বাংলাদেশে এসডিজি অর্জনে ও উন্নয়নে সহযোগিতা করতে টেকসই উন্নয়নের অ্যাজেন্ডা ২০৩০ ও ইউএন ডেভেলপমেন্ট সিস্টেম রিফর্ম (ইউএনডিএস)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে, জাতিসংঘ সংস্থাগুলো নতুন ও সুসঙ্গত পদ্ধতিতে একযোগে কাজ করে যাচ্ছে।
টেকসই উন্নয়নে চ্যালেঞ্জ মোকাবিলা, দারিদ্র্য দূরীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, শান্তি, সুশাসন, পুলিশ সংস্কার, মানবাধিকার, পরিবেশ, জলবায়ু পরিবর্তন, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, জনসংখ্যা, শিশু ও মাতৃ উন্নয়ন, টিকা কর্মসূচি, মাতৃ ও শিশু পুষ্টি, খাদ্য নিরাপত্তা, কিশোর ও তরুণ উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, সাক্ষরতা, সংস্কৃতি, যোগাযোগ, ঐতিহ্য, শ্রম মানদণ্ড ও কর্মসংস্থান, অভিবাসন, শরণার্থী, মাদক ও অপরাধ, শিল্পোন্নয়ন, সক্ষমতা উন্নয়ন, প্রকল্প সেবা, শান্তিরক্ষা, স্বেচ্ছাশ্রম, সন্ত্রাস দমন, কৃষি উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও গবেষণা, এইচআইভি-এইডস, বাণিজ্য, আনবিক শক্তি, অন্তর্ভূক্তিমূলক আর্থিক রূপান্তর, অবকাঠামো ও পুনরুদ্ধার, মানব বসতি ও যোগাযোগ এবং প্রচারণা কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন অংশীদার হিসেবে বাংলাদেশে জাতিসংঘ সরকারকে সহযোগিতা করে চলেছে।
টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশ
দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর পরিবেশ ও জলবায়ু রক্ষায় এবং সকল মানুষ যাতে শান্তি ও সমৃদ্ধি অর্জন করতে পারে, তা নিশ্চিতে টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো একটি বৈশ্বিক আহ্বান। বাংলাদেশে নিম্নোক্ত লক্ষ্যগুলো অর্জনে জাতিসংঘ কাজ করছে: