২৪ অক্টোবর ২০২৩
জাতিসংঘ হল বর্তমান বিশ্ব এর একটি প্রতিফলন, একইসাথে, একটি উন্নত, সুন্দর বিশ্বের জন্য একটি আকাঙ্ক্ষা।
সবার জন্য শান্তি, টেকসই উন্নয়ন এবং মানবাধিকারের রয়েছে, এমন এক বিশ্ব গড়ে তুলতে সাহায্য করা আমাদের দায়িত্ব।
আমি জানি আমরা এটা করতে পারি। আজ থেকে ৭৮ বছর আগে কার্যকর হওয়া জাতিসংঘ সনদ সেই পথ নির্দেশ করে।
সর্বোপরি, বিভাজন নির্মূল, সুসম্পর্ক ও শান্তি গড়ে তুলতে এটি দৃঢ়প্রতিজ্ঞ
কাউকে পেছনে ফেলে নয় বরং সকলকে সাথে নিয়ে একটি সুন্দর ও টেকসই সমাজ গড়ে তুলতে
নারী ও মেয়েদের জন্য ন্যায়বিচার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে।
যাদের প্রয়োজন সবথেকে বেশি তাদের জন্য জীবন রক্ষাকারী ত্রাণ সহায়তা প্রদান করতে এবং জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তার সংকট এবং সম্ভাবনাসহ, জাতিসংঘের সূচনালগ্নে যেসকল চ্যালেঞ্জ ছিল না, সেগুলো জাতিসংঘ মূল্যবোধ ও নীতি দ্বারা পরিচালিত হয়।
সেজন্য সবসময় আমাদের কাজ করার পদ্ধতিকে শক্তিশালী করতে হবে এবং কাজের ক্ষেত্রে একুশ শতকের সমসাময়িক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে
এবারের জাতিসংঘ দিবসে, আসুন আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী উন্নত বিশ্ব গড়ে তুলতে দৃঢ় সংকল্পের সঙ্গে অঙ্গীকারাবদ্ধ হই।
আসুন আমরা এমন একটি ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হই, যা আমাদের সংস্থার সুনাম বজায় রাখে ।
আমাদের বিশ্ব বিভক্ত। তবে আমরা ঐক্যবদ্ধ জাতি হতে পারি এবং আমাদের হতেই হবে।