ব্রেডক্রাম্ব প্রধান পাতা / প্রকাশনা / ভিডিও / Unity Through Languages - Celebrating Linguistic Diversity ভিডিও Unity Through Languages - Celebrating Linguistic Diversity ২১ ফেব্রুয়ারী ২০২৪ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আসুন আমরা সকল মুখের ভাষাকে স্বাগত জানাই। প্রতিটি কণ্ঠস্বরে উদযাপিত হোক এবারের ‘২১’। যেখানেই থাকি, একত্রে গড়ে তুলি এমন একটি পৃথিবী যেখানে বৈচিত্র্য প্রতিদিনই পালিত হয়। IOM - UN Migration celebrates the linguistic diversity of all the mother languages across the world on this International Mother Language Day. 🌏 মুখে মুখে বেঁচে থাক সকল মাতৃভাষা!!