জাতিসংঘ বাংলাদেশ কোভিড-১৯ ত্রৈমাসিক প্রতিবেদন (ত্রৈমাসিক-৪) ২০২০
এই কোভিড-১৯ ত্রৈমাসিক প্রতিবেদনে বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলায় জাতীয় পদক্ষেপে সহযোগিতা করতে জাতিসংঘের গৃহীত পদক্ষেপের পরিপ্রেক্ষিতে অর্জনগুলোর ওপর আলোকপাত করা হয়েছে। প্রতিবেদনটি মূল দুটি অংশে বিভক্ত। প্রথম অংশে বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্ল্যান (বিপিআরপি)-এর আওতায় সরকারের কোভিড-১৯ মোকাবিলায় জরুরি পদক্ষেপ সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরা হয়। দ্বিতীয় অংশে বাংলাদেশে আর্থ-সামাজিক পুনরুদ্ধারে বৃহত্তর ও দীর্ঘমেয়াদী প্রস্তুতিমূলক পরিকল্পনার অংশ হিসেবে কর্মকাণ্ডের বর্ণনা থাকে। প্রতিবেদনে ওই সময়ের কিছু প্রতিবেদনমূলক লেখাও যুক্ত থাকে। ত্রৈমাসিক এসব লেখায় মহামারির প্রেক্ষাপট পরিবর্তনের সঙ্গে জাতীয় অগ্রাধিকার কীভাবে পরিবর্তিত বা পরিমার্জিত হয়, তা তুলে ধরা হয়। এবারের ত্রৈমাসিকের বিষয়বস্তু হলো বিদ্যালয় খোলা, শিশু-কিশোরদের পড়ালেখার ওপর মহামারির প্রভাব এবং নীতিনির্ধারকদের অগ্রসর হওয়ার কৌশল।