প্রেস রিলিজ

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বাণী ২০২৩

০২ এপ্রিল ২০২৩

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আমরা অটিজম আক্রান্ত মানুষদের অবদানের কথা স্মরণ করি এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় নতুন করে অঙ্গীকার করি।

গুরুত্বপূর্ণ অগ্রগতি সত্ত্বেও অটিজম আক্রান্ত মানুষেরা তাদের অধিকার ও মৌলিক স্বাধীনতা উপভোগে এখনো সামাজিক ও পরিবেশগত বাধার মুখোমুখি হচ্ছে। যদিও প্রতিবন্ধকতার শিকার ব্যক্তিদের অধিকার বিষয়ক সনদ এবং টেকসই উন্নয়নের জন্য এজেন্ডা ২০৩০-এ তাদের অধিকার ও স্বাধীনতার কথা বলা আছে।

অন্তর্ভূক্তিমূলক শিক্ষা, কর্মসংস্থানে সমানাধিকার, আত্মপরিচয় এবং সবার প্রতি শ্রদ্ধাশীলতার পরিবেশ সৃষ্টির মাধ্যমে আমাদের অবশ্যই আরও ভালো কিছু করতে হবে। পাশাপাশি অটিজম আক্রান্ত ব্যক্তিদের পরিবার, তাদের সেবাদাতা এবং তাদের সহায়তা দানকারী নেটওয়ার্কের ভূমিকার কথাও আমাদের স্বীকার করে নিতে হবে।

আজ এবং প্রতিটা দিন, আসুন আমরা আমাদের সমাজের অটিজম আক্রান্ত মানুষদের সক্রিয় ও বৈচিত্র্যপূর্ণ অবদানের কথা পুরোপুরি স্বীকার করি। আসুন আমরা অটিজম আক্রান্ত মানুষগুলোর সঙ্গে কাজ করে সবার জন্য অন্তর্ভূক্তিমূলক ও অবারিত বিশ্ব গড়ে তুলি।

এই উদ্যোগে জাতিসংঘের যে সকল সংস্থা যুক্ত

জাতিসংঘ
জাতিসংঘ- বিবরণ

এই উদ্যোগের মাধ্যমে আমরা যে টেকসই লক্ষ্যগুলোকে সমর্থন দিচ্ছি