প্রেস রিলিজ

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বাণী

০৪ মে ২০২৩

বৌদ্ধ পূর্ণিমা উদযাপনকারী বিশ্বের লাখো-কোটি মানুষকে আমি উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। এই দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, সিদ্ধিলাভ করেছিলেন এবং দেহত্যাগ করেছিলেন।

এই পবিত্র দিনে যে আদর্শকে উদযাপন করা হয়, তার সঙ্গে আমাদের জাতিসংঘের লক্ষ্যের গভীর মিল রয়েছে: মানুষকে অনুধাবন, ঐকতান সৃষ্টি এবং শান্তি প্রতিষ্ঠায় প্রচার-প্রচারণা।

বিবাদপূর্ণ এই সময়ে সহনশীলতা, সহমর্মিতা এবং মানব সমাজকে সেবা দানের বিষয়ে বুদ্ধের শিক্ষা আমাদের স্বস্তি ও শক্তির উৎস।

সুন্দর ভবিষ্যৎ গড়তে আমাদের যে প্রচেষ্টা, তাতে আসুন আমরা বৌদ্ধ পূর্ণিমার মর্মবাণীকে কাজে লাগাই।

আসুন আমরা মতপার্থক্য ঘুচিয়ে, সংকীর্ণ ব্যক্তি-স্বার্থের ঊর্ধ্বে উঠে সবার জন্য শান্তিপূর্ণ বিশ্ব গঠনে একসঙ্গে কাজ করি।

এই উদ্যোগে জাতিসংঘের যে সকল সংস্থা যুক্ত

আরসিও
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর অফিস

এই উদ্যোগের মাধ্যমে আমরা যে টেকসই লক্ষ্যগুলোকে সমর্থন দিচ্ছি