প্রেস রিলিজ

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষেে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বাণী

০৯ আগস্ট ২০২৩

এ বছরের আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রতিপাদ্য হচ্ছে তারুণ্য।

ভবিষ্যৎ গঠন এবং পরিবর্তনে তরুণ আদিবাসী জনগোষ্ঠীর  ভূমিকাকে আমরা উদযাপন করি।

বিশ্ব জুড়ে আদিবাসী জনগোষ্ঠী তাদের জমি ও সম্পদ নিয়ে হুমকি, তাদের অধিকার ক্ষুণ্ণতার চ্যালেঞ্জের সম্মুখীন, এবং তারা প্রান্তিকীকরণ ও বর্জনের ক্রমাগত ঝুঁকিতে থাকে। তরুণ আদিবাসী জনগোষ্ঠী এসব লড়াইয়ে সাহায্য করছে।

তারা বৈশ্বিক জলবায়ু পদক্ষেপ আন্দোলনের নেতা। তারা ন্যায়বিচার ও সমতার কথা বলে, তাদের সংস্কৃতিকে ধারণ করে, মানবাধিকারকে এগিয়ে নেয় এবং বিশ্বজুড়ে আদিবাসীদের ইতিহাস ও সমস্যা সম্পর্কে সচেতনতা তৈরি করে। তারা তাদের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের অনেক দূর পর্যন্ত আদিবাসীদের সংস্কৃতি, প্রজ্ঞা এবং পরিচয়ের ধারাবাহিকতা নিশ্চিত করে।

আদিবাসীদের জ্ঞান ও ঐতিহ্য টেকসই উন্নয়নে গভীরভাবে প্রোথিত এবং আমাদের অনেক সাধারণ চ্যালেঞ্জ সমাধানে সাহায্য করতে পারে। তাই তরুণ আদিবাসী নারী ও পুরুষ উভয়ের জন্যই সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত থাকা গুরুত্বপূর্ণ। আজ নেওয়া সিদ্ধান্তগুলো আগামীকালের বিশ্ব নির্ধারণ করবে।

তাই আসুন আমরা তরুণ আদিবাসী জনগোষ্ঠীর স্বতন্ত্র ও সমষ্টিগত অধিকারের নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি বৈশ্বিক সংলাপ ও সিদ্ধান্ত গ্রহণে তাদের সম্পৃক্ততার প্রতি সমর্থন দিতে আমাদের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করি। আর একসঙ্গে আমাদের সবার জন্য আরও ভালো একটি ভবিষ্যৎ গড়ে তুলি।

 

এই উদ্যোগে জাতিসংঘের যে সকল সংস্থা যুক্ত

জাতিসংঘ
জাতিসংঘ- বিবরণ

এই উদ্যোগের মাধ্যমে আমরা যে টেকসই লক্ষ্যগুলোকে সমর্থন দিচ্ছি