আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষেে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বাণী
০৯ আগস্ট ২০২৩
এ বছরের আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রতিপাদ্য হচ্ছে তারুণ্য।
ভবিষ্যৎ গঠন এবং পরিবর্তনে তরুণ আদিবাসী জনগোষ্ঠীর ভূমিকাকে আমরা উদযাপন করি।
বিশ্ব জুড়ে আদিবাসী জনগোষ্ঠী তাদের জমি ও সম্পদ নিয়ে হুমকি, তাদের অধিকার ক্ষুণ্ণতার চ্যালেঞ্জের সম্মুখীন, এবং তারা প্রান্তিকীকরণ ও বর্জনের ক্রমাগত ঝুঁকিতে থাকে। তরুণ আদিবাসী জনগোষ্ঠী এসব লড়াইয়ে সাহায্য করছে।
তারা বৈশ্বিক জলবায়ু পদক্ষেপ আন্দোলনের নেতা। তারা ন্যায়বিচার ও সমতার কথা বলে, তাদের সংস্কৃতিকে ধারণ করে, মানবাধিকারকে এগিয়ে নেয় এবং বিশ্বজুড়ে আদিবাসীদের ইতিহাস ও সমস্যা সম্পর্কে সচেতনতা তৈরি করে। তারা তাদের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের অনেক দূর পর্যন্ত আদিবাসীদের সংস্কৃতি, প্রজ্ঞা এবং পরিচয়ের ধারাবাহিকতা নিশ্চিত করে।
আদিবাসীদের জ্ঞান ও ঐতিহ্য টেকসই উন্নয়নে গভীরভাবে প্রোথিত এবং আমাদের অনেক সাধারণ চ্যালেঞ্জ সমাধানে সাহায্য করতে পারে। তাই তরুণ আদিবাসী নারী ও পুরুষ উভয়ের জন্যই সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত থাকা গুরুত্বপূর্ণ। আজ নেওয়া সিদ্ধান্তগুলো আগামীকালের বিশ্ব নির্ধারণ করবে।
তাই আসুন আমরা তরুণ আদিবাসী জনগোষ্ঠীর স্বতন্ত্র ও সমষ্টিগত অধিকারের নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি বৈশ্বিক সংলাপ ও সিদ্ধান্ত গ্রহণে তাদের সম্পৃক্ততার প্রতি সমর্থন দিতে আমাদের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করি। আর একসঙ্গে আমাদের সবার জন্য আরও ভালো একটি ভবিষ্যৎ গড়ে তুলি।