প্রেস রিলিজ

ধর্ম বা বিশ্বাসের কারনে সহিংসতার শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বাণী

২১ আগস্ট ২০২৩

ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা সব মানুষের জন্য একটি অবিচ্ছেদ্য মানবাধিকার।

ধর্ম ও বিশ্বাসের কারণে কখনোই কারও সহিংসতার শিকার হওয়ার উচিত নয়।

তা সত্ত্বেও বিশ্বজুড়ে মানুষ ও সম্প্রদায়গুলো,  বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের উপাসনালয়ে, তাদের জীবিকা অর্জনে, এমনকি তাদের জীবনে বৈষম্য ও হুমকির সম্মুখীন হয়। বাস্তবজীবন বা অনলাইনে ঘৃণা প্রকাশ প্রায়শই এর কারণ। 

ধর্ম বা বিশ্বাসের কারনে সহিংসতার শিকার ব্যক্তিদের স্মরণে এই আন্তর্জাতিক দিবসে আমরা ভুক্তভোগী সকল  মানুষকে  স্মরণ করি। একইসঙ্গে আমরা ঘৃণাত্মক বক্তব্য বন্ধ করার জন্য আমাদের সংকল্প পুনর্ব্যক্ত করি, যা এই সমস্ত কাজে ইন্ধন যোগায়। মানবাধিকার বাস্তবায়নের জন্য আমার আহ্বান থাকবে ঘৃণাত্মক বক্তব্যের বিষয়ে জাতিসংঘের কৌশল ও কর্মপরিকল্পনার মতো উদ্যোগগুলো  বাস্তবায়নের পরিকল্পনা করা ।

আমি ধর্ম ও বিশ্বাসের ভিত্তিতে সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলার জন্য প্রতিটি দেশের সরকারের প্রতি অনুরোধ জানাই । আমি সবার প্রতি, বিশেষ করে রাজনৈতিক, সাম্প্রদায়িক ও ধর্মীয় নেতাদের ঘৃণা ও সহিংসতার প্ররোচনার বিরুদ্ধে কথা বলার আহ্বান জানাই। একইসঙ্গে অনলাইনে ঘৃণাত্মক বক্তব্য মোকাবিলায় আগামী বছর অনুষ্ঠেয় ‘সামিট অব দ্য ফিউচার’কে সামনে রেখে ‘ইনফরমেশন ইন্টিগ্রিটি অন ডিজিটাল প্ল্যাটফরম’ এর জন্য একটি আচরণবিধি তৈরি করতে জাতিসংঘের কার্যক্রমে সহায়তা প্রদানে সরকার, প্রযুক্তি কোম্পানি ও অন্যান্য অংশীজনদের আমি উৎসাহিত করছি।

আসুন আমরা সবাই মিলে একসঙ্গে একটি অন্তর্ভুক্তিমূলক, সম্মানজনক ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার জন্য সহিংসতার শিকার হওয়া ভুক্তভোগীদের সম্মান জানাই – এমন একিটি বিশ্ব যেখানে বৈচিত্র্যকে সাদরে গ্রহণ করা হবে।

এই উদ্যোগে জাতিসংঘের যে সকল সংস্থা যুক্ত

জাতিসংঘ
জাতিসংঘ- বিবরণ

এই উদ্যোগের মাধ্যমে আমরা যে টেকসই লক্ষ্যগুলোকে সমর্থন দিচ্ছি