প্রেস রিলিজ

নীল আকাশের জন্য নির্মল বায়ু বিষয়ক আন্তর্জাতিক দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বাণী

০৭ সেপ্টেম্বর ২০২৩

বায়ুদূষণ বিশ্বব্যাপী একটি জরুরি সংকট ।

বিশ্বের নিরানব্বই শতাংশ মানুষ প্রধানত কালো ধোঁয়া, সালফার ও অন্যান্য বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশ্রিত বাতাসে শ্বাস গ্রহণ করছে; আর এক্ষেত্রে স্বল্প ও মাঝারি আয়ের দেশের মানুষ এধরনের দূষণে সবচেয়ে বেশি আক্রান্ত হয়। ফলশ্রুতিতে, প্রতি বছর সাত মিলিয়ন মানুষ অকাল মৃত্যুর কোলে ঢলে পড়ছে। বায়ুদূষণ বৈশ্বিক উষ্ণায়নের সাথে নিবিড়ভাবে জড়িত।

হাজার হাজার কিলোমিটার পেরিয়ে বাতাসের প্রবাহের সাথে ছড়িয়ে পড়া বায়ুদূষণ কোনো সীমানা মানে না। আর এভাবে বিশ্বের প্রতিটি মহাদেশের উপর জলবায়ু দুর্যোগের ধ্বংসাত্মক এবং ক্রমবর্ধমান প্রভাব পড়ছে।

বৈশ্বিক সমস্যা মোকাবেলায় প্রয়োজন বৈশ্বিক সমাধান। দূষণমুক্ত বায়ুর জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে এবং এটাই হলো নীল আকাশের জন্য নির্মল বায়ু বিষয়ক আন্তর্জাতিক দিবসের প্রতিপাদ্য।

সম্মিলিতভাবে আমাদেরকে অবশ্যই জীবাশ্ম জ্বালানি, বিশেষ করে কয়লার ব্যবহার যথার্থ ও সমতুল পরিমাণে কমিয়ে এনে দূষণমুক্ত নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার জোরদার করার পাশাপাশি এই উদ্যোগে কেউ যাতে পিছিয়ে না পড়ে তা নিশ্চিত করতে হবে।

এই লক্ষ্য অর্জনের জন্য আমি একটি জলবায়ু সংহতি জোট গঠনের প্রস্তাব করেছি, যেখানে কার্বন নিঃসরণকারী সকল বৃহৎ দেশ নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্যে বাড়তি প্রয়াস চালাবে এবং অধিকতর ধনী দেশগুলো এই লক্ষ্য অর্জনে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সম্পদের যোগান দিবে। এসব প্রচেষ্টাকে কার্যকরী  করার লক্ষ্যে আমি একটি গতিশীল এজেন্ডার প্রস্তাব উত্থাপন করেছি। এই উভয় উদ্যোগকে কার্যকর করার জন্য আমি সকল দেশের প্রতি আহ্বান জানাই।

দূষণমুক্ত রান্না ও বিদ্যুৎ চালিত যানবাহন ব্যবহারকে আমাদের অবশ্যই উৎসাহিত করতে হবে। আমাদের অবশ্যই হাটা ও বাইসাইকেল চালানোতে উৎসাহিত করতে হবে এবং বর্জ্য ব্যবস্থাপনায় আচরণগত পরিবর্তনের কার্যকর পদ্ধতির প্রচলন করতে হবে। মিথেন গ্যাস নিঃসরণ কমিয়ে আনার প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের অবশ্যই কাজ করতে হবে।

আমাদের বায়ুমণ্ডলকে দূষণমুক্ত রাখা আমাদের দায়িত্ব। আসুন, এটিকে সুরক্ষিত এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গোড়ে তোলার লক্ষ্যে আমরা একযোগে কাজ করি।

এই উদ্যোগে জাতিসংঘের যে সকল সংস্থা যুক্ত

জাতিসংঘ
জাতিসংঘ- বিবরণ

এই উদ্যোগের মাধ্যমে আমরা যে টেকসই লক্ষ্যগুলোকে সমর্থন দিচ্ছি