প্রেস রিলিজ

আন্তর্জাতিক শান্তি দিবস, ২১ সেপ্টেম্বর ২০২৩, উপলক্ষ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বাণী

২০ সেপ্টেম্বর ২০২৩

বর্তমানে, বিশ্ববাসী বিভিন্ন সংকটের সাথে মোকাবিলা করছে।

সংঘাত এবং যুদ্ধ অসংখ্য মানুষকে তাদের নিজ দেশ ত্যাগ করে, নিরাপত্তার জন্য দেশান্তর হতে বাধ্য করছে।

প্রাণঘাতী দাবানল, বন্যা, ক্রমবর্ধমান তাপমাত্রা, দারিদ্র্য, বৈষম্য ও অবিচার, একে অপরের প্রতি অবিশ্বাস, বিভেদ ও কুসংস্কার- এ সকল সমস্যা আমাদের বিভক্ত করছে।

এই বছরের বিশ্ব শান্তি দিবসের প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয় যে শান্তি আপনা আপনি ঘটে না, শান্তি আমাদের সম্মিলিত কার্যক্রমের ফল।

কিন্তু, শান্তি বয়ে আনতে, আমাদের কি কি  পদক্ষেপ নেওয়া উচিত?

টেকসই উন্নয়ন লক্ষ্যে অগ্রগতি অর্জনের জন্য আমাদের যৌথ উদ্যোগ দরকার; এবং একইসাথে, এসব উন্নয়নকর্মে, যেন কেউ অবহেলিত  না হয় তাও লক্ষ্য রাখতে হবে।

আমাদের পৃথিবীর প্রাকৃতিক সম্পদ নিয়ে নানা যুদ্ধ-জটিলতর মীমাংসা করতে হবে।

কূটনীতি, সংলাপ এবং সহযোগিতার মাধ্যমে প্রতিটি ব্যক্তির মানবাধিকার ও মর্যাদা সমুন্নত রাখতে এবং রক্ষা করার জন্য আমাদের উদ্যোগ নেয়া দরকার।

যুদ্ধের ভয়াবহতার মধ্য দিয়ে বসবাসকারী লক্ষ-লক্ষ মানুষকে সাহায্য করার জন্য আমাদের উদ্যোগী হতে হবে।

শান্তি শুধুমাত্র মানবতার জন্য একটি মহৎ দর্শন নয়, এটি একটি যৌথ কার্যকর্মের আহ্বান।

আসুন আমরা আমাদের সমাজ এবং বিশ্বের সকলের জন্য শান্তি আনতে এবং শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হই।

 

 

 

এই উদ্যোগে জাতিসংঘের যে সকল সংস্থা যুক্ত

জাতিসংঘ
জাতিসংঘ- বিবরণ

এই উদ্যোগের মাধ্যমে আমরা যে টেকসই লক্ষ্যগুলোকে সমর্থন দিচ্ছি