টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে আসুন কাজ করি

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) হলো একটি উপর্যুক্ত এবং টেকসই ভবিষ্যৎ অর্জন করার নীল নকশা। এটি একটি সার্বজনীন আহ্বান যা দারিদ্র দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা এবং সকলের শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে সকলকে একত্রে কাজ করার কথা বলে। বিস্তারিত জানুন এবং পদক্ষেপ গ্রহণ করুন।

আজই যুক্ত হন।

কীভাবে সংযুক্ত হয়ে, আমাদের বার্তা প্রচার করতে সহয়তা করতে পারেন

কীভাবে সংযুক্ত হতে পারেন, তা দেখুন

Sort by
নতুন
উদ্যোগ গ্রহণ করুন
০১ অক্টোবর ২০২৩
জেনইউ বাংলাদেশ

২০১৮সালের জাতিসংঘের সাধারণ পরিষদে, জাতিসংঘের মহাসচিব দ্বারা সূচিত, এবং ইউনিসেফের নীতির উপর ভিত্তি করে, জেনারেশন আনলিমিটেড হল সরকারী-বেসরকারী সংস্থা এবং কিশোর-তরুণদের নিয়ে তৈরী একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক কার্যক্রম।

এটি উদ্ভাবনী, বৈশ্বিক সমাধান তৈরি এবং প্রদানের জন্য, কিশোর-তরুণদের সাথে রাষ্ট্রপ্রধান, প্রধান পরিচালন কর্মকর্তা, জাতিসংঘের সংস্থার প্রধান এবং সুশীল সমাজ সংস্থাগুলি সহ বিশ্বব্যাপী সংস্থা এবং নেতাদের, একযোগে কাজ করার জন্য, একত্রিত করে।

নানা নতুন উদ্ভাবন, যেমন বিকল্প শিক্ষা কার্যক্রম বা পাঠ্যক্রম সংশোধনেই মতো কর্মসূচির মাধ্যমে, জেনইউ বাংলাদেশ ২০২৫ সালের মধ্যে ১৭০ লক্ষ তরুণ-তরুণীকে দক্ষ করার উচ্চাকাঙ্ক্ষা দ্রুত উপলব্ধি করতে দৃঢ়বদ্ধ।

উদ্যোগ গ্রহণ করুন
০১ অক্টোবর ২০২৩