প্রেস রিলিজ

নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস - এর বাণী

১৮ জুলাই ২০২১

বর্ণবাদ নির্মূলে ও সংহতির জন্য মাদিবার আহ্বান আজও বিশেষত প্রাসঙ্গিক। কারণ, বিভক্তির কারণে এখন বিশ্বজুড়েই সামাজিক সংহতি হুমকির মুখে।

নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস জীবন এবং মর্যাদা, সমতা, ন্যায়বিচার ও মানবাধিকার নিয়ে বিশ্বজুড়ে প্রচারণা চালানো এক মহানায়কের কাজের ওপর আলোকপাত করার একটি সুযোগ।

প্রতিবছর, নেলসন ম্যান্ডেলার এই জন্মদিনে আমরা এই অসাধারণ মানুষটিকে সম্মান জানাই, যিনি জাতিসংঘ ও মানবজাতির সর্বোচ্চ আকাঙ্ক্ষাকে ধারণ করেছেন।

বর্ণবাদ নির্মূলে ও সংহতির জন্য মাদিবার আহ্বান আজও বিশেষত প্রাসঙ্গিক। কারণ, বিভক্তির কারণে এখন বিশ্বজুড়েই সামাজিক সংহতি হুমকির মুখে।

ক্রমবর্ধমান বিদ্বেষপ্রসূত বক্তব্য আর সত্যকে ফিকে করে দেওয়া ভুল তথ্যের ছড়াছড়ি, বিজ্ঞানকে প্রশ্নবিদ্ধ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করে সমাজে আরও বেশি মেরুকরণ তৈরি হচ্ছে।

চলমান কোভিড–১৯ মহামারি এই অসংগতি গুলোকে আরও তীব্র করে তুলেছে এবং দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে বৈশ্বিক অগ্রগতি অনেক বছর পিছিয়ে দিয়েছে।

যেকোনো সংকটকালে যেমনটা হয়, প্রান্তিক ও বৈষম্যের শিকার ব্যক্তিদেরই সমস্যার জন্য দোষারোপ করা হয়, যাঁরা আসলে সমস্যার কারণই নয়। অথচ এই মানুষগুলোকেই সংকটে সবচেয়ে বেশি ভুগতে হয়।

এই মহামারি একতা ও সংহতি, নেলসন ম্যান্ডেলা ন্যায়বিচারের জন্য জীবনভর লড়াইয়ে যে মূল্যবোধ প্রতিষ্ঠা এবং উদাহরণ সৃষ্টি করেছেন, সেগুলো কতটা গুরুত্বপূর্ণ, তা প্রমাণ করেছে।

সবাই সুরক্ষিত না হওয়া পর্যন্ত কেউই সুরক্ষিত নয়। এবং আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে।

আসুন, আমরা সবাই মাদিবার সেই বার্তায় অনুপ্রাণিত হই, যেখানে তিনি বলেছেন, শান্তিপ্রতিষ্ঠা ও মানবাধিকার নিশ্চিতে, প্রকৃতির সঙ্গে ঐকতান ও সবার মর্যাদা প্রতিষ্ঠায় আমরা প্রত্যেকেই ভূমিকা রেখে পার্থক্য গড়তে পারি।

আসুন, আমরা সবাই মাদিবার আহ্বানকে সম্মান জানাই এবং তাঁর কাজ থেকে উজ্জীবিত হই।

এই উদ্যোগে জাতিসংঘের যে সকল সংস্থা যুক্ত

জাতিসংঘ
জাতিসংঘ- বিবরণ

এই উদ্যোগের মাধ্যমে আমরা যে টেকসই লক্ষ্যগুলোকে সমর্থন দিচ্ছি