আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বাণী
০৯ আগস্ট ২০২১
আজ এই আন্তর্জাতিক আদিবাসী দিবসে আসুন আমরা সবাই বিশ্বজুড়ে আদিবাসী জনগোষ্ঠী যে মর্মান্তিক বৈষম্য ও নিপীড়নের শিকার হচ্ছে তা স্বীকার করে নিই এবং তাদের জ্ঞানকে সম্মান করতে সত্যিকারের সংহতি জানাই।
বিশ্বজুড়েই আদিবাসী জনগোষ্ঠী ক্রমবর্ধমান প্রান্তিকীকরণ, বৈষম্য ও বর্জনের শিকার হচ্ছে। এই সমস্যার শিকড় উপনিবেশিক ও পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার মানসিকতায়। এই অসমতা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও স্বাধীনতার স্বীকৃতি দিতে ও শ্রদ্ধা প্রদর্শনে বড় বাধা হয়ে আছে।
আধুনিক ইতিহাস আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও এলাকা, তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীকার, এমনকি তাদের সন্তানদেরও ছিনিয়ে নেওয়ার সাক্ষী হয়ে আছে। তাদের সংস্কৃতি ও ভাষাকে হেয় ও ধ্বংস করা হচ্ছে।
সাম্প্রতিক মাসগুলোয় বিশ্ব আবারও ঔপনিবেশিকদের হাতে আদিবাসী জনগোষ্ঠীর নিপীড়িত হওয়ার ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছে। কিছু দেশ ক্ষমাপ্রার্থনা, সত্য তুলে ধরা এবং পুনর্মিলন প্রচেষ্টা এবং আইনি ও সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এই ভয়াবহ প্রথা চিহ্নিত করার চেষ্টা করছে। তবে আরও অনেক কিছু করা প্রয়োজন।
আমাদের নতুন সমাজ ব্যবস্থা প্রয়োজন, যা বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও স্বাধীনতা প্রতিষ্ঠা করবে এবং সেগুলো সম্মান করবে। আর এর জন্য প্রয়োজন আন্তরিক আলোচনা, মিথষ্ক্রীয়া এবং কথা শোনার সদিচ্ছা। এই কাজ করতে আমাদের এরই মধ্যে প্রয়োজনীয় উপকরণ রয়েছে, যার মধ্যে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণা এবং আদিবাসী জনগোষ্ঠী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা রয়েছে।
বিশ্বের ৪৭৬ মিলিয়ন আদিবাসী জনগোষ্ঠীর স্বাধীকার এবং সব ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের অর্থপূর্ণ অংশগ্রহণ অস্বীকার করার কোনো কারণ নেই। আদিবাসী জনগোষ্ঠীর দৃষ্টিভঙ্গি অনুযায়ী উন্নয়নের ক্ষেত্রে তাদের অবাধ, অগ্রাধিকারমূলক ও তথ্যপূর্ণ সম্মতিই মূল বিষয়।
এবং আদিবাসী জনগোষ্ঠীর জ্ঞানের গুরত্ব, বিশেষত জলবায়ু ও জীববৈচিত্র্য সংকট নিরসন এবং সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়া প্রতিরোধে তাদের জ্ঞান, স্বীকার করে নেওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই আদিবাসী জনগোষ্ঠীর জ্ঞান তাদের নিজেদের মধ্যে বিতরণের বিষয়টি নিশ্চিত করতে হবে।
জাতিসংঘকে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আজ এই আন্তর্জাতিক আদিবাসী দিবসে আসুন আমরা সবাই বিশ্বজুড়ে আদিবাসী জনগোষ্ঠী যে মর্মান্তিক বৈষম্য ও নিপীড়নের শিকার হচ্ছে তা স্বীকার করে নিই এবং তাদের জ্ঞানকে সম্মান করতে সত্যিকারের সংহতি জানাই।