প্রেস রিলিজ

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বাণী

১২ আগস্ট ২০২১

১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে দেওয়া বাণীতে জাতিসংঘ মহাসচিব খাদ্য নিরাপত্তা, জীব বৈচিত্র্য, পরিবেশ প্রভৃতি ক্ষেত্রে যুব সমাজের ভূমিকার কথা উল্লেখ করেন।

সবার জন্য আরও সুন্দর ভবিষ্যৎ গঠনের সংগ্রামে যুবসমাজ-ই সম্মুখসারিতে রয়েছেন।

কোভিড–১৯ মহামারিকালীন সময়ে যুবসমাজের তুলে ধরা রূপান্তরমূলক একটি পরিবর্তনের প্রয়োজনীয়তা আরও প্রকট হয়ে উঠেছে এবং এই পরিবর্তন আনার জন্য তাদের পূর্ণ অংশগ্রহণ প্রয়োজন।

এ বছর আন্তর্জাতিক যুব দিবস আমাদের খাদ্য ব্যবস্থার চ্যালেঞ্জগুলো চিহ্নিত করতে তরুণ উদ্ভাবকদের সমাধানের ওপর আলোকপাত করছে। তাঁরা খাদ্য নিরাপত্তা বৈষম্য, জীব বৈচিত্র্যের ক্ষতি, পরিবেশের জন্য হুমকি এবং আরও অনেক বিষয়ের বিরুদ্ধে লড়ছেন।

লিঙ্গ সমতা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নসহ আরও অনেক ক্ষেত্রে আমরা যুব সমাজের এই প্রচেষ্টা, সৃজনশীলতা ও প্রতিশ্রুতি লক্ষ্য করছি।

তবে তরুণেরা একা সব করতে পারবেন না। তাদের কথা সোনার জন্য, বিভিন্ন কর্মকান্ডে তাদের অন্তর্ভুক্তির জন্য এবং তাদের সংশ্লিষ্টতার জন্য সহযোগী প্রয়োজন।

জাতিসংঘের ব্যবস্থাজুড়ে তরুণদের জন্য ‘ইয়ুথ ২০৩০’ কৌশলের মাধ্যমে বিশ্বব্যাপী তরুণদের জন্য জাতিসংঘের কর্মকান্ড আরও জোরদার করা হচ্ছে।

সবার জন্য অন্তর্ভূক্তিমূলক, বৈষম্যহীন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করে, এমন বিশ্ব গঠনে আমি প্রত্যেকের প্রতি তরুণ জনগোষ্ঠীর কথা গুরুত্বের সঙ্গে শোনার এবং তাদের অন্তর্ভূক্ত করার আহ্বান জানাচ্ছি।

ধন্যবাদ।

এই উদ্যোগে জাতিসংঘের যে সকল সংস্থা যুক্ত

জাতিসংঘ
জাতিসংঘ- বিবরণ

এই উদ্যোগের মাধ্যমে আমরা যে টেকসই লক্ষ্যগুলোকে সমর্থন দিচ্ছি