প্রেস রিলিজ

আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বাণী

২১ সেপ্টেম্বর ২০২১

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে মানবতার সংকটময় মুহূর্তে শান্তির পথ বেছে নিতে সকলকে আহ্বান জানিয়েছেন।

মানবতার এক সংকটময় মুহূর্তে এ বছর আন্তর্জাতিক শান্তি দিবস এসেছে।

কোভিড-১৯ আমাদের বিশ্বটাকে একেবারে ওলট-পালট করে দিয়েছে।

সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

জলবায়ু জরুরি পরিস্থিতি দিনে দিনে আরও গুরুতর হচ্ছে।

অসমতা ও দারিদ্র আরও বাড়ছে।

এবং অবিশ্বাস ও বিভক্তি এমন এক সময় মানুষকে পরস্পর থেকে দূরে ঠেলে দিচ্ছে যখন যেকোনো সময়ের চেয়ে সংহতি ও সহযোগিতা সবচেয়ে জরুরি।

মানব পরিবার হিসেবে আমরা এমন এক অবশ্যম্ভাবী পরিস্থিতির মুখোমুখি হয়েছি, যেখানে যেকোনো একটি বিকল্প বেছে নিতে হবে-

শান্তি অথবা দীর্ঘস্থায়ী সংকট।

আমাদের অবশ্যই শান্তির পথ বেছে নিতে হবে।

এ কারণেই আজ আমি ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।

এবং দীর্ঘস্থায়ী, টেকসই শান্তির জন্য প্রতিদিনই একজোট হয়ে কাজ করে আমরা সংকটগুলো মোকাবিলা করতে পারি।

কোভিড-১৯-এর জীবন রক্ষাকারী চিকিৎসা ও টিকা সরবরাহের জন্য আমাদের জরুরি ভিত্তিতে শান্তি প্রয়োজন।

মহামারি মোকাবিলা করে ঘুওে দাঁড়াতে এবং ভেঙে পড়া ব্যবস্থা ও জীবন পুনর্গঠনে আমাদের শান্তি প্রয়োজন।

অসমতা কমাতে ও সমতা নিশ্চিতে আমাদের শান্তি প্রয়োজন।

পরস্পরের ওপর আস্থা ফেরাতে এবং সঠিক তথ্য ও বিজ্ঞানে বিশ্বাস রাখতে আমাদের শান্তি প্রয়োজন।

আমাদের এই গ্রহটাকে ঠিক করতে, সবুজ অর্থনীতি গঠনে এবং শূন্য নিঃসরণের লক্ষ্য অর্জনে আমাদের প্রকৃতির সঙ্গে শান্তি প্রয়োজন।

শান্তি কোনো অলীক স্বপ্ন নয়।

এটি আঁধারের মধ্যে আলোর দিশা।

মানবতার উন্নত ভবিষ্যতের পথে এটি আমাদের পথ নির্দেশনা দেয়।

যেহেতু আমাদের জীবন শান্তির ওপর নির্ভরশীল, কাজেই আসুন আমরা শান্তির পথে হাঁটি।

কারণ, তা কাজে আসে।

ধন্যবাদ।

এই উদ্যোগে জাতিসংঘের যে সকল সংস্থা যুক্ত

জাতিসংঘ
জাতিসংঘ- বিবরণ

এই উদ্যোগের মাধ্যমে আমরা যে টেকসই লক্ষ্যগুলোকে সমর্থন দিচ্ছি