প্রেস রিলিজ

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাণী

১০ অক্টোবর ২০২১

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে সব জায়গায় সব মানুষের জন্য মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জরুরিভিত্তিতে ও লক্ষ্যভিত্তিক কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন।

কোভিড–১৯ মহামারি বিশ্বজুড়ে মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে।

স্বজন–বন্ধু হারিয়ে কোটি মানুষ এখন দুঃখ ভারাক্রান্ত। আরও অনেকে বেকারত্ব আর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। প্রবীণেরা হয়তো বিচ্ছিন্ন, একা হয়ে পড়েছেন। আর শিশু–কিশোরদের হয়তো ঘরবন্দী অবস্থায় মন খারাপ।

সুনির্দিষ্ট পদক্ষেপ ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এই প্রভাব হয়তো মহামারির চেয়েও দীর্ঘ সময় ভোগাতে পারে।

মানসিক স্বাস্থ্য সেবাপ্রাপ্তিতে অসমতাসহ মহামারির কারণে সৃষ্ট স্পষ্ট অসমতা নিরসনে আমাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে।

উচ্চ আয়ের দেশগুলোয় অবসাদগ্রস্ত ৭৫ শতাংশের বেশি মানুষ জানিয়েছে যে তারা পর্যাপ্ত সেবা পাচ্ছে না।

আর নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোয় মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে এমন মানুষের ৭৫ শতাংশের বেশি জানিয়েছে, তারা চিকিৎসাসেবাই পাচ্ছে না।

ক্রমাগত কম বিনিয়োগের প্রত্যক্ষ ফলাফল এটি। সরকারগুলো তাদের স্বাস্থ্য বাজেটের গড়ে মাত্র ২ শতাংশ বরাদ্দ দেয় মানসিক স্বাস্থ্যসেবায়।

এটা কিছুতেই গ্রহণযোগ্য নয়।

অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে স্বীকার করে নিচ্ছে, মানসিক স্বাস্থ্য ভালো না থাকলে সার্বিক স্বাস্থ্য ভালো থাকবে না।

সদস্য রাষ্ট্রগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার হালনাগাদকৃত ব্যাপক মানসিক স্বাস্থ্য কর্মপরিকল্পনা অনুমোদন দিচ্ছে।

জাতিসংঘ পরিবার বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক অংশীদারদের সঙ্গে নতুন একটি নির্দেশিকা প্রণয়ন করছে এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে নতুন একটি উপকরণ তৈরি করছে।

এগুলো ইতিবাচক পদক্ষেপ। তবে আমাদের আরও অনেক কিছু করতে হবে।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এবং প্রতিটা দিনে আসুন আমরা একযোগে সব জায়গায় সব মানুষের জন্য মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জরুরিভিত্তিতে ও লক্ষ্যভিত্তিক কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ হই।

এই উদ্যোগে জাতিসংঘের যে সকল সংস্থা যুক্ত

জাতিসংঘ
জাতিসংঘ- বিবরণ

এই উদ্যোগের মাধ্যমে আমরা যে টেকসই লক্ষ্যগুলোকে সমর্থন দিচ্ছি