আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বাণী
১১ অক্টোবর ২০২১
জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষ্যে আহ্বান জানিয়েছেন- সবার ভবিষ্যৎ নিশ্চিত ও নির্ধারণে ডিজিটাল প্রজন্ম হিসেবে কন্যা শিশুরা যেন নিজেদের পুরো ভূমিকা পালন করতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে একসঙ্গে কাজ করতে।
কন্যা শিশুদের শক্তি, স্বাস্থ্য ও ক্ষমতায়নের বিষয়টি বছরের প্রতিটা দিনের জন্যই সমান গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস বৈশ্বিক এই অপরিহার্যতার বিষয়ে পুনঃপ্রতিশ্রুতির একটি সুযোগ।
আজকের কন্যা শিশুরা ডিজিটাল প্রজন্মের অংশ। তাদের বৈচিত্র্যে শামিল হওয়া, তাদের ক্ষমতা জোরদার করা এবং ডিজিটাল পরিবর্তন আনতে তাদের জন্য সমাধান হাজির করা ও ডিজিটাল মাধ্যমে তারা যে বাধার মুখোমুখি হয়, তা চিহ্নিত করা আমাদের দায়িত্ব।
কন্যা শিশুদের জন্য ডিজিটাল সমতা নিশ্চিত করার পথটি বন্ধুর। ইন্টারনেট ব্যবহারে ভৌগলিক ও প্রজন্মের মধ্যে ব্যাপক যে অসমতা, তা ২০১৩ সালে ছিল ১১ শতাংশ। ছয় বছর পর এই অসমতা বেড়ে ১৭ শতাংশ হয়েছে। বিশ্বের দুই–তৃতীয়াংশেরও বেশি দেশে মাত্র ১৫ শতাংশ কন্যা শিশু এসটিইএম বিষয়—বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে স্নাতক সম্পন্ন করে।
এসব ক্ষেত্রে কন্যা শিশুদের সমান সক্ষমতা যেমন রয়েছে, একইভাবে রয়েছে তাদের অপার সম্ভাবনা। আমরা যদি তাদের ক্ষমতায়ন করি, সুবিধাটা সবাই পায়। রাজনীতিক হিসেবে যাত্রা শুরুর অনেক আগে এই বিষয়টি আমি প্রত্যক্ষ করেছি। তখন লিসবনে আমি শিক্ষকতা করতাম। সে সময় দেখেছি, শিক্ষা কীভাবে ব্যক্তি ও সমাজের উন্নয়ন ঘটায়। সেই অভিজ্ঞতাই আমাকে শিক্ষায় লিঙ্গ সমতা নিশ্চিতে পথনির্দেশ দিয়েছে।
লিঙ্গ অসমতা কমিয়ে আনতে বিনিয়োগ করলে এর সুবিধা সবাই ভোগ করবে। জাতিসংঘ কন্যা শিশুদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে বর্তমান প্রজন্ম, তাদের পরিচয় ও প্রেক্ষাপট যা–ই হোক না কেন, নিজেদের সম্ভাবনা নিয়ে এগিয়ে আসতে পারে। দ্য জেনারেশন ইকুয়ালিটি অ্যাকশন কোয়ালিশন অন টেকনোলজি অ্যান্ড ইনোভেশন আমাদের নতুন প্ল্যাটফরম, যেখানে কন্যা শিশুদের ডিজিটাল মাধ্যম ব্যবহার নিশ্চিত করতে এবং তাদের দক্ষতা ও সৃজনশীলতাকে সমর্থন করতে সরকার, নাগরিক সমাজ, বেসরকারি খাত ও তরুণ নেতারা সামগ্রিক উদ্যোগ ও বিনিয়োগ নিয়ে এগিয়ে আসছেন।
আমাদের সবার ভবিষ্যৎ নিশ্চিত ও নির্ধারণে ডিজিটাল প্রজন্ম হিসেবে কন্যা শিশুরা যেন নিজেদের পুরো ভূমিকা পালন করতে পারে সে বিষয়টি আসুন আমরা একসঙ্গে কাজ করে নিশ্চিত করি।