প্রেস রিলিজ

হলোকাস্টে নিহতদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস-এর বাণী

২৭ জানুয়ারী ২০২২

আমাদের কখনই ভুলে যাওয়া উচিত নয় যে হলোকস্টকে প্রতিরোধ করা যেতো।

হলোকাস্টে নিহতদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস-এর বাণী, ২৭ জানুয়ারী ২০২২:

আজ আমরা ৬০ লক্ষ ইহুদি পুরুষ, নারী, ও শিশুদের কথা স্মরণ করছি যাদের হলোকাস্টে জীবন দিতে হয়েছে, আরও স্মরণ করছি রোমা ও সিন্তি সহ এই অভূতপূর্ব ভয়াবহতা এবং নিষ্ঠুরতার পরিকল্পিত শিকার অগনিত অন্যান্য ব্যক্তিদের।

হলোকাস্ট জাতিসংঘকে সংজ্ঞায়িত করেছে।

নাৎসি সরকার এবং তার মিত্রদের বিরুদ্ধে লড়াই করা জোটকে বর্ণনা করতে এই “জাতিসংঘ” নামটি ব্যবহৃত হয়েছিল। 

দাচাউ নামক কনসেন্ট্রেশন ক্যাম্পটি মুক্ত হওয়ার প্রেক্ষিতে আমাদের সনদটি সান ফ্রান্সিসকোতে খসড়া করা হয়েছিল।

জাতিসংঘকে অবশ্যই সর্বদা ধর্মনিরপেক্ষতা এবং অন্যান্য সমস্ত ধরণের ধর্মীয় গোঁড়ামি ও বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ সারিতে থাকতে হবে।

আজ, আমরা বিদ্বেষ এবং ঘৃণার একটি উদ্বেগজনক পুনরুত্থান প্রত্যক্ষ করছি।

ইহুদিবিদ্বেষ – কুসংস্কারের প্রাচীনতম এবং সবচেয়ে আদিরূপ যা আবারও মাথাচারা দিয়ে উঠেছে।

হলোকাস্টকে অগ্রাহ্য বা সরাসরি অস্বীকার করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

কোনও সমাজই অযৌক্তিকতা বা অসহিষ্ণুতা থেকে দায়মুক্ত নয়।

আমাদের কখনই ভুলে যাওয়া উচিত নয় যে হলোকস্টকে প্রতিরোধ করা যেতো। ভুক্তভোগীদের আকুল আবেদন কারো কানে পৌছায়নি। এর বিরুদ্ধে খুব কম লোকই কথা বলেছিল, খুব কম লোকই শুনেছিল এবং তার থেকে কম লোক এর বিরুদ্ধে সংহতিতে এক কাতারে দাঁড়িয়েছিল।

ভবিষ্যতের সুরক্ষার জন্য অতীতকে স্মরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঘৃণার বিরুদ্ধে নীরবতা আরো জটিলতা সৃষ্টি করে।

আসুন, আজ আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই যে অন্যের দুঃখ দুর্দশা কখনই অগ্রাহ্য করবোনা এবং যা ঘটেছিল তা কখনই ভুলে যাবো না বা অন্যদের ভুলে যেতে দেবো না।  

আসুন, আমরা সর্বদা সজাগ থাকার অঙ্গীকার করি এবং সকলের মানবাধিকার ও মর্যাদা সমুন্নত রাখি।

ধন্যবাদ।

এই উদ্যোগে জাতিসংঘের যে সকল সংস্থা যুক্ত

জাতিসংঘ
জাতিসংঘ- বিবরণ

এই উদ্যোগের মাধ্যমে আমরা যে টেকসই লক্ষ্যগুলোকে সমর্থন দিচ্ছি