বিশ্ব পানি দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বাণী
২২ মার্চ ২০২২
ভূগর্ভস্থ পানির ব্যবস্থাপনা উন্নতকরণ ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে এই সম্পদের উৎসের অনুসন্ধান, পর্যবেক্ষণ ও বিশ্লেষণের উন্নতি ঘটাতে হবে।
মানুষের মাঝে পানির চাহিদা দিনে দিনে বাড়ছে। অতিরিক্ত ব্যবহার, দুষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে পানিসম্পদের ওপর চাপ বাড়ছে। খরা ও তাপপ্রবাহ আরও তীব্র ও ঘন ঘন হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলীয় ভূগর্ভস্থ পানির সঙ্গে লবণাক্ত পানি মিশছে। ভূগর্ভস্থ পানির উচ্চতা কমছে।
পানি যেমন সংঘাতের কারণ হতে পারে, একইভাবে তা সহযোগিতার ক্ষেত্রও হতে পারে। ভূগর্ভস্থ পানির বৈশ্বিক সরবরাহসহ পানির সব উৎসের সুরক্ষার জন্য আমাদের একসঙ্গে কাজ করা জরুরি। ভূগর্ভস্থ পানি দৃষ্টির আড়ালে থাকলেও তার কথা ভুলে গেলে চলবে না। পাথর আর মাটির মধ্যে মজুত এই ভূগর্ভস্থ পানি আমাদের নিরাপদ পানির সবচেয়ে বড় উৎস। এটি সুপেয় পানির সরবরাহ, পয়নিষ্কাশন, কৃষি, শিল্প ও বাস্ততন্ত্র বজায় রাখে। যদিও বিশ্বের পানির মজুতগুলোর প্রায় ২০ শতাংশ অতিরিক্ত ব্যবহারের শিকার হচ্ছে।
অনেক জায়গায় আমরা জানিই না যে এই মুল্যবান সম্পদের কতখানি অবশিষ্ট আছে। ভূগর্ভস্থ পানির ব্যবস্থাপনা উন্নতকরণ ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে এই সম্পদের উৎসের অনুসন্ধান, পর্যবেক্ষণ ও বিশ্লেষণের উন্নতি ঘটাতে হবে।
আগামী বছর জাতিসংঘ পানি সম্মেলনে টেকসই উন্নয়নে পানি রক্ষার বিষয়ে পদক্ষেপ নেওয়ার বড় একটি সুযোগ সৃষ্টি করবে। এই বিশ্ব পানি দিবসে আসুন আমরা বিভিন্ন খাত ও দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হই, যাতে আমরা মানুষ ও প্রকৃতির প্রয়োজনীয়তার মধ্যে টেকসই ভারসাম্য সৃষ্টি করতে পারি এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মেও জন্য ভূগর্ভস্থ পানির ব্যবহার নিশ্চিত করতে পারি।