প্রেস রিলিজ

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বাণী

১২ আগস্ট ২০২৩

প্রতি বছর আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয় তরুণ প্রজন্মের সংকল্প, নতুন নতুন ধারণা ও তাদের নেতৃত্বগুণের ওপর আলোকপাত করে।

কেননা, আমরা আরও সুন্দর একটি বিশ্ব গঠনের চেষ্টা করে যাচ্ছি।

আজকের সব চ্যালেঞ্জের ক্ষেত্রেই তরুণ প্রজন্ম আমাদের ঝুকিতে থাকা জনগোষ্ঠীর সঙ্গে সংহতি জানিয়ে আরও দৃঢ় ও জোরালো পদক্ষেপের আহ্বান জানাচ্ছে। পাশাপাশি তারা সামাজিক, অর্থনৈতিক ও জলবায়ু ন্যায়বিচার এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিতে নতুন নতুন সমাধান উদ্ভাবন করছে। তাদের অংশগ্রহণকে আরও  বিস্তৃত করতে আমি সম্প্রতি একটি নীতি কৌশল গ্রহণ করেছি, যা বিশ্বজুড়ে সব সরকারের প্রতি সিদ্ধান্ত গ্রহণ ও নীতি নির্ধারণে তরুণ প্রজন্মের সার্বিক অংশগ্রহণের আহ্বান জানায়।

এ বছর দিবসটির প্রতিপাদ্য আমাদের তরুণ জনগোষ্ঠীর এগিয়ে যাওয়ার এবং সবুজ অর্থনীতিতে তাদের দক্ষতা আরও বেশি করে কাজে লাগানোর গুরুত্ব আবারও মনে করিয়ে দেয়। উদ্ভাবনী টেকসই প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করা, পরিবহন ব্যবস্থায় ও শিল্প কার্যক্রমে বিপ্লব ঘটানো- সব কিছুর জন্যই তরুণ প্রজন্মকে আরও জ্ঞানী ও দক্ষ করে তুলতে হবে। তাহলেই কেবল সবার জন্য জলবায়ু সহিষ্ণু, পরিচ্ছন্ন ও আরও সবুজ ভবিষ্যৎ নিশ্চিত হবে।

মানব সভ্যতা তরুণ প্রজন্মের অপরিসীম শক্তি, ধারণা ও অবদানের ওপর টিকে আছে। আজ এবং প্রতিটা দিন, আসুন আমরা এই পৃথিবী ও তার জনগোষ্ঠীর জন্য ন্যায্য ও টেকসই বিশ্ব গঠনে তরুণ প্রজন্মের পাশে দাড়াই, তাদের সমর্থন করি।

 

এই উদ্যোগে জাতিসংঘের যে সকল সংস্থা যুক্ত

জাতিসংঘ
জাতিসংঘ- বিবরণ

এই উদ্যোগের মাধ্যমে আমরা যে টেকসই লক্ষ্যগুলোকে সমর্থন দিচ্ছি