প্রেস রিলিজ

দক্ষিণ–দক্ষিণ সহযোগিতা বিষয়ক জাতিসংঘ দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বাণী

১১ সেপ্টেম্বর ২০২৩

আমাদের এই বিশ্বে চ্যালেঞ্জগুলো একে অপরের সঙ্গে সম্পর্কিত। এক্ষেত্রে উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে দক্ষিণ–দক্ষিণ সহযোগিতা গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করে যাচ্ছে।

দক্ষিণ–দক্ষিণ সহযোগিতা বিষয়ক জাতিসংঘ দিবস আমাদের জোরালোভাবে স্মরণ করিয়ে দেয় যে সব জাতি যখন একতাবদ্ধ হয়, তখন তারা টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের পথে, যেকোনো বাধা জয় করতে পারে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলা থেকে দারিদ্র্য দূরীকরণ, স্বাস্থ্যসেবা থেকে শিক্ষা, ব্যবসা–বাণিজ্য থেকে ডিজিটালাইজেশন– সব ক্ষেত্রেই উন্নয়নশীল দেশগুলোর সংহতি আর শক্তিশালী অংশীদারীত্ব, আরো টেকসই, পক্ষপাতশূন্য বিশ্ব গঠনে সহায়তা করবে।

কেবলমাত্র একসঙ্গে কাজ করেই আমরা সবার জন্য সমৃদ্ধ ও সহায়ক বিশ্ব গড়তে পারি। দক্ষিণ–দক্ষিণ সহযোগিতার মাধ্যমে গ্লোবাল সাউথ–এর দেশগুলো জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও সম্পদ বিনিময়ের মাধ্যমে, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে, অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। জলবায়ু পরিবর্তনজনিত সংকট সমাধান; স্বাস্থ্য সংকটের সমাধান; বিশ্ববাজারের উশৃঙ্খলা ও মুদ্রাস্ফীতি মোকাবিলা; এবং মানবিক সহায়তা প্রদানের  ক্ষেত্রে, তারা একযোগে নিজেদের উন্নয়ন প্রচেষ্টাগুলোকে বহুগুণ বাড়াতে পারে।

দক্ষিণ–দক্ষিণ ও ত্রিমাত্রিক চুক্তি উন্নত দেশগুলোর সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কিন্ত, এতে গ্লোবাল নর্থ–এর দায়িত্ব ও প্রতিশ্রুতি কমে যাবে না। অসমতা কমাতে এবং সবার জন্য টেকসই ভবিষ্যৎ গঠনে, সকল উন্নত অর্থনীতি ও গ্লোবাল সাউথ অর্থনীতির একসাথে  গঠনমূলকভাবে কাজ করার দায়িত্ব নিতে হবে।

দক্ষিণ–দক্ষিণ সহযোগিতা বিষয়ক জাতিসংঘ দিবস উদযাপন দিবসে, আসুন আমরা বিশ্বব্যাপী সহযোগিতাকে পরিবর্তন, সংহতি, উদ্ভাবন ও পারস্পরিক সহায়তা জোরদারের কার্যক্রমের জন্য অপরিহার্য অংশ হিসেবে গ্রহণ করি।

সকলকে আন্তরিক ধন্যবাদ!

এই উদ্যোগে জাতিসংঘের যে সকল সংস্থা যুক্ত

জাতিসংঘ
জাতিসংঘ- বিবরণ

এই উদ্যোগের মাধ্যমে আমরা যে টেকসই লক্ষ্যগুলোকে সমর্থন দিচ্ছি