প্রেস রিলিজ

ওজনস্তর রক্ষা বিষয়ক আন্তর্জাতিক দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বাণী

১৬ সেপ্টেম্বর ২০২৩

ওজনস্তর রক্ষায় আন্তর্জাতিক নানা চুক্তি এই পৃথিবী ও অধিবাসীদের রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এ চুক্তিগুলো বহুপাক্ষিকতার শক্তির প্রকাশ ঘটিয়েছে।

এর মাধ্যমে প্রত্যাশা তৈরি হওয়া উচিত যে, একসঙ্গে আমরা জলবায়ু পরিবর্তনের সবচেয়ে নেতিবাচক প্রভাব এড়াতে এবং টেকসই ও সহনশীল বিশ্ব গঠন করতে পারি।

আমরা যদি অবিলম্বে এবং ব্যাপকভাবে জলবায়ু পরিবর্তন মোকাবেলার পদক্ষেপগুলো জোরদার করতে পারি, তাহলে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি এখনো ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখা সম্ভব। এই লক্ষ্য অর্জনে আমি একটি ক্লাইমেট সলিডারিটি প্যাক্ট এবং একটি অ্যাক্সিলারেশন অ্যাজেন্ডা প্রস্তাব করেছি। আমি সকল নেতার প্রতি একসঙ্গে কাজ করে এগুলো বাস্তবায়ন,  মন্ট্রিল প্রটোকলের কিগালি সংশোধনীতে (কিগালি অ্যামেন্ডমেন্ট টু দ্য মনট্রিল প্রটোকল) সমর্থন দেওয়ার জন্য এবং উষ্ণায়নের জন্য দায়ী হাইড্রোফ্লুরোকার্বন নিঃসরণ কমানোর আহ্বান জানাচ্ছি।

কিগালি অ্যামেন্ডমেন্ট পুরোপুরি অনুমোদন ও বাস্তবায়ন করা গেলে, ২১০০ সাল নাগাদ বৈশ্বিক উষ্ণায়ন ০.৫ ডিগ্রি সেলসিয়াস রোধ করা সম্ভব। এই অর্জন দ্বিগুণ করা সম্ভব যদি শীতলীকরণ সরঞ্জামে গ্রহকে উষ্ণকারী গ্যাসের ব্যবহার থেকে সরে এসে, জ্বালানি সাশ্রয়ী ব্যবস্থার প্রচলন ঘটানো যায়।

আমি সকল দেশের প্রতি এই সংশোধনী অনুমোদনের আহ্বান জানাচ্ছি। আমি ব্যবসায়িক নেতা, নাগরিক সমাজ, শিক্ষাবিদ, তরুণ সমাজ, স্থানীয় জনগোষ্ঠী ও অন্যন্যরাসহ রাষ্ট্রগুলোর প্রকৃত পরিবর্তন আনতে এবং উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানাচ্ছি।

আসুন আমরা ভিয়েনা কনভেনশন ও মনট্রিল প্রটোকলের সম্ভাবনাগুলো অর্জনে সচেষ্ট হই। এর মাধ্যমে এমন এক বিশ্ব গড়ি, যেখানে মানুষ, প্রকৃতি আর এই গ্রহ একসঙ্গে টিকে থাকতে পারে।

এই উদ্যোগে জাতিসংঘের যে সকল সংস্থা যুক্ত

জাতিসংঘ
জাতিসংঘ- বিবরণ

এই উদ্যোগের মাধ্যমে আমরা যে টেকসই লক্ষ্যগুলোকে সমর্থন দিচ্ছি