প্রেস রিলিজ

আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বাণী

১৬ অক্টোবর ২০২৩

১৭ অক্টোবর ২০২৩

প্রাচুর্যে ভরা আমাদের এই বিশ্বে দারিদ্র্যের কোনো জায়গা থাকা উচিত নয়। 

তা সত্ত্বেও, আমরা আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস পালন করি কারণ, এখনও  প্রায় ৭০ কোটি মানুষ, প্রতিদিন ২.১৫ ডলারেরও কম খরচে দিনাতিপাত করছে।

একশ কোটিরও বেশি মানুষ খাদ্য, পানি, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো মৌলিক প্রয়োজন থেকে বঞ্চিত। আরও কয়েকশত কোটি মানুষ রয়েছে পয়ঃনিষ্কাশন সুবিধা এবং জ্বালানি, চাকরি, আবাসন ও সামাজিক সুরক্ষা সুবিধার বাইরে।

এদিকে সংঘাত, জলবায়ু সংকট, বৈষম্য ও বর্জন– বিশেষ করে নারী ও মেয়েদের বিরুদ্ধে– দুর্দশাকে আরও প্রকট করছে।

একটি সেকেলে, অকার্যকর ও অন্যায্য বৈশ্বিক আর্থিক ব্যবস্থা এই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে, যা উন্নয়নশীল দেশগুলোকে দারিদ্র্য দূরীকরণে ও এসডিজি অর্জনে বিনিয়োগ করতে বাধা দেয়।

বর্তমান ধারা অব্যাহত থাকলে, ২০৩০ সালেও প্রায় ৫০ কোটি মানুষ অতি দারিদ্র্যের মধ্যে দিনাতিপাত করবে।

এটি অগ্রহণযোগ্য।

গত সেপ্টেম্বরে, অনুষ্ঠিত এসডিজি শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতারা আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এবং সর্বত্র দারিদ্র্য দূর করার প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে একটি সাহসী পরিকল্পনার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হন।

এটি অর্জনে প্রতি বছর অন্তত ৫০ হাজার কোটি ডলারের একটি এসডিজি প্রণোদনার প্রয়োজন।

নেতারা দারিদ্র্য দূরীকরণ ও সব মানুষের দুর্ভোগ দূর করার লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপের বিষয়েও একমত হয়েছেন, যার মধ্যে রয়েছে রূপান্তরিত খাদ্য ও শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে মর্যাদাসম্পন্ন কাজ ও বর্ধিত সামাজিক সুরক্ষার মতো বিষয়গুলো, যেমনটা এ বছরের প্রতিপাদ্যে তুলে ধরা হয়েছে।

দারিদ্র্য দূরীকরণ আমাদের সময়ের একটি চ্যালেঞ্জ।

তবে এটি এমন একটি চ্যালেঞ্জ যা আমরা জয় করতে পারি।

এই গুরুত্বপূর্ণ দিনে আসুন দারিদ্র্যমুক্ত একটি বিশ্বের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করি।

এই উদ্যোগে জাতিসংঘের যে সকল সংস্থা যুক্ত

জাতিসংঘ
জাতিসংঘ- বিবরণ

এই উদ্যোগের মাধ্যমে আমরা যে টেকসই লক্ষ্যগুলোকে সমর্থন দিচ্ছি