কক্সবাজার, ১০ নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মধ্যে আজ একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। কক্সবাজারে আয়োজিত আইওএম বাংলাদেশ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কৌশলগত আলোচনা সভায় চুক্তিটি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির আওতায়, সচেতনতা বৃদ্ধি, চাকরি মেলা, দেশ-ভিত্তিক প্রি-ডিপার্চার অরিয়েন্টেশন (পিডিও) এবং প্রি-এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেশন (পিইও) এর প্রয়োজনিয় উপকরণ প্রণয়নসহ বিদেশ গমনেচ্ছু শ্রমিকদের নিয়োগের জন্য বৈদেশিক বাজার অনুসন্ধানের মত বিবিধ কর্মসূচি; বোয়েসেল এবং আইওএম সমন্বয়, সহযোগিতা এবং যৌথভাবে বাস্তবায়ন করবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুস সালেহীন বলেন, “আমাদের অভিবাসী কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং নতুন গন্তব্য দেশ অনুসন্ধানের মাধ্যমে নিম্ন মাথাপিছু রেমিট্যান্স থেকে বেরিয়ে আসতে হবে।“
বোয়েসেলের নির্বাহী পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন (অতিরিক্ত সচিব) বলেন, “বাংলাদেশের ৮ম পঞ্চ-বার্ষিক পরিকল্পনায় প্রণীত অভিবাসন ব্যবস্থাপনার রূপরেখা অর্জনে আইওএম এর সহযোগিতা সহায়ক ভূমিকা রাখবে।“
আইওএম বাংলাদেশের মিশন প্রধান জনাব আবদুসাত্তর এসোয়েভ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে কার্যকর এবং উন্নততর অভিবাসন ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ সরকারকে সহায়তা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
২০২২ সালে, বাংলাদেশ থেকে প্রায় ১১ লক্ষাধিক মানুষ অভিবাসী হয়েছে এবং ২১.২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স হিসেবে দেশে এসেছে। তবে উপসাগরীয় এবং পূর্ব এশিয়ার নির্দিষ্ট কয়েকটি দেশেই বাংলাদেশের কর্মীরা বেশি অভিবাসন করে। এই সহযোগিতা চুক্তির মাধ্যমে নৈতিক নিয়োগের প্রচারণাসহ অভিবাসনের নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলায় আইওএম এবং বোয়েসেল যৌথ ভূমিকা পালন করবে।
আরও জানতে যোগাযোগ করুন-
দিশা সোনাটা ফারুক
ইমেইল: dfaruque@iom.int
মোবাইল: +8801973081965
সৌমিন শাহ্রিদ
ইমেইল: sshahrid@iom.int
মোবাইল: +8801886980806