প্রেস রিলিজ

বিশ্ব পরিবেশ দিবস ২০২১ উপলক্ষ্যে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস এর বাণী

০৫ জুন ২০২১

ইকোসিস্টেম পুনরুদ্ধারের মাধ্যমে একটি পরিবর্তন এনে আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টা চালাবো।

অতি শীঘ্রই এই পৃথিবীকে আমরা না ফেরার অবস্থানে নিয়ে যাচ্ছি।

আমরা পরিবেশগত ত্রিমুখি বিপর্যয় - জীববৈচিত্র্য হ্রাস, জলবায়ু বিপর্যয় এবং ক্রমবর্ধমান পরিবেশ দূষণ - এর সম্মুখীন হয়েছি । 

দীর্ঘদিন ধরে মানবজাতি পৃথিবীর বন উজার করেছে, সাগর ও নদী দূষণ করেছে এবং তৃণভুমি ধ্বংস করেছে।

আমরা সেই ইকোসিস্টেমকেই ধ্বংস করছি যার উপরে মানবসমাজ দাঁড়িয়ে আছে।

আর এর মাধ্যমে আমরা খাবার, পানি ও জীবনধারণের অন্যান্য উপাদান থেকে নিজেদের বঞ্চিত করার ঝুঁকি তৈরি করেছি। 

বিশ্ব প্রকৃতির এই দুরবস্থার কারণে ৩২0 কোটি মানুষ অথবা মানবজাতির প্রায় ৪০ শতাংশ সঙ্কটের সন্মুখীন হয়েছে।

ভাগ্যক্রমে পৃথিবী  এখনও যথেষ্ট সহ্যক্ষমতাসম্পন্ন ।

কিন্তু আমাদের সাহায্য চায় ।

যে ক্ষতি আমরা করেছি তা পূরণের সময় এখনও আমাদের আছে।

এজন্যই, এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা জাতিসংঘ ইকোসিস্টেম পুনোরুদ্ধার দশকের সূচনা  করছি।

বিশ্বব্যাপী এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন দেশের সরকার, ব্যবসা ও নাগরিক সমাজ ও ব্যাক্তিবর্গদের একত্র করে পৃথিবীকে নিরাময় করার এক অভুতপুর্ব কার্যক্রম গ্রহণ করা হবে।  

ইকোসিস্টেম পুনরুদ্ধারের মাধ্যমে একটি পরিবর্তন এনে আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টা চালাবো।

কিন্তু এই কাজের পরিধি ব্যাপক।

আমাদের পুনরায় বৃক্ষরোপন করতে হবে এবং বনভূমি সংরক্ষণ করতে হবে।

আমাদের নদী ও সাগরসমূহ পরিষ্কার করতে হবে।  

এর পাশাপাশি আমাদের শ্যামল নগর তৈরী করতে হবে।

এগুলো বাস্তবায়নের ফলে শুধুমাত্র পৃথিবীর সম্পদ সংরক্ষণই হবেনা।  

এর মাধ্যমে ২০৩০ সাল নাগাদ ১০ লক্ষ্য কাজের সুযোগ সৃষ্টি হবে, প্রতি বছর ৭ ট্রিলিয়ন ডলার আয় হবে এবং দারিদ্র ও ক্ষুধা নিবারণ সম্ভব হবে।

জাতিসংঘ ইকোসিস্টেম পুনরুদ্ধার দশক একটি বৈশ্বিক কার্যক্রমের আহবান।

যা রাজনৈতিক সাহায্য, বৈজ্ঞানিক গবেষণা এবং অর্থনৈতিক শক্তির মাধ্যমে পুনরুদ্ধার প্রক্রিয়াকে ব্যপকভাবে ত্বরান্বিত করছে।

এতে সকলে অবদান রাখতে পারে।

বিজ্ঞান আমাদের বলে যে একটি ব্যাপক পরিবেশগত বিপর্যয় এড়ানোর জন্য আগামী ১০ বছর-ই একমাত্র সময়, যার মাধ্যমে দূষণ এবং জীবপ্রজাতির ক্ষতি ঠেকানো সম্ভব।

সুতরাং, আজ একটি নতুন দশকের সূচনা করা যাক – যার মাধ্যমে আমরা পরিবেশের সাথে শান্তি স্থাপন করে সকলের জন্য নিরাপদ ও উন্নততর ভবিষ্যত তৈরী করতে পারি।

এই উদ্যোগে জাতিসংঘের যে সকল সংস্থা যুক্ত

জাতিসংঘ
জাতিসংঘ- বিবরণ

এই উদ্যোগের মাধ্যমে আমরা যে টেকসই লক্ষ্যগুলোকে সমর্থন দিচ্ছি