জাতিসংঘ সিস্টেমের কাজকে এগিয়ে নিতে কৌশলগত ফলাফল ও উদ্যোগগুলোর ওপর আলোকপাত করে এই ডকুমেন্ট-এ বাংলাদেশের জন্য জাতিসংঘ টেকসই উন্নয়ন সহযোগিতা কাঠামোর উচ্চ পর্যায়ের পর্যালোচনা অন্তর্ভুক্ত হয়েছে। এটি মূলত জ্যেষ্ঠ সিদ্ধান্তপ্রণেতাদের জন্য প্রণীত, যাঁরা কোঅপারেশন ফ্রেমওয়ার্কের সার্বিক প্রেক্ষাপট ও বিশ্লেষণ সম্পর্কে অবহিত হতে আগ্রহী। এই ডকুমেন্ট-এ কোঅপারেশন ফ্রেমওয়ার্কের চিহ্নিত করা পাঁচটি কৌশলগত অগ্রাধিকারের বিস্তারিত, সেসব অগ্রাধিকার যা মূল চ্যালেঞ্জগুলো মেকাবিলা করতে চায়, এবং এগুলোর প্রতিটি ক্ষেত্রে জাতিসংঘ যে কারিগরি ও কর্মসূচিমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে, তা তুলে ধরা হয়েছে। অগ্রাধিকারের ক্ষেত্রগুলো চিহ্নিতকরণ ও সহযোগিতা, সহায়ক পরিকল্পনা উদ্যোগ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভীষ্ট অর্জনে নীতি প্রণয়নে কোঅপারেশন ফ্রেমওয়ার্কের অংশীজন ও উন্নয়ন অংশীদারদের কাজে আসবে এটি।