প্রকাশনা
ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্স ফ্রেমওয়ার্ক (উনডাফ) ২০১৭-২০২১
২৭ জানুয়ারী ২০১৭

উনডাফ ২০১৭-২০২০ জাতিসংঘের নীতি-নৈতিকতা, মানদণ্ড ও মূল্যবোধের ভিত্তিতে সুসঙ্গত পদ্ধতিগত পদক্ষেপের মাধ্যমে টেকসই উন্নয়ন অ্যাজেন্ডা ২০৩০-এর জরুরি বিষয়গুলো নিশ্চিত করবে এবং টেকসই উন্নয়ন অভীষ্ট্যের (এসডিজি) জটিল ও আন্তঃসম্পর্কযুক্ত প্রকৃতি চিহ্নিত করবে। উনডাফ-এর সময়সীমা ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
যার দ্বারা প্রকাশিত
এফএও
আইএলও
ইউএন উইমেন
ইউএনএইডস
ইউএনসিডিএফ
ইউএনডিপি
ইউনেস্কো
ইউএনএফপিএ
ইউএনএইচসিআর
ইউনিসেফ
ইউনিডো
ইউএনওপিএস
ডব্লিউএফপি
ডব্লিউএইচও
যৌথ সহযোগিতায়
বাংলাদেশ সরকার